Bengali News: আন্দোলনের প্রথম সাফল্য পেল সন্দেশখালি! এইটা পেয়ে খুশি বেড়মজুরের মানুষ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
সন্দেশখালি-২ ব্লকের বেড়মজুরে দীর্ঘদিন ধরে প্রাণ হাতে নিয়ে ভগ্নপ্রায় সাঁকো পার হতে হচ্ছিল গ্রামবাসীদের। স্কুলে যাওয়ার জন্য ছোট ছোট ছেলেমেয়েদেরও মারাত্মক ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হতে হচ্ছিল
সন্দেশখালি: আন্দোলনের প্রাথমিক সাফল্য। কাঠের স্থায়ী সেতু পেল সন্দেশখালির বেড়মজুর। এখানেই সদ্য প্রাক্তন তৃণমূল নেতা শিবু হাজরার অপকর্মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামের সাধারণ মহিলারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বার বার ছুটে আসতে হয়েছে পুলিশকে।
সন্দেশখালির বেড়মজুর পেল নতুন কাঠের সেতু। বসিরহাট মহকুমার সন্দেশখালি-২ ব্লকের বেড়মজুরে দীর্ঘদিন ধরে প্রাণ হাতে নিয়ে ভগ্নপ্রায় সাঁকো পার হতে হচ্ছিল গ্রামবাসীদের। স্কুলে যাওয়ার জন্য ছোট ছোট ছেলেমেয়েদেরও মারাত্মক ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হতে হচ্ছিল। বিষয়টি নিয়ে ক্রমশাই ক্ষোভ বাড়ছিল এলাকার মানুষের। এদিকে শাসকদলের স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরে রীতিমত উত্তাল সন্দেশখালি। এখানকার যাবতীয় অশান্তির কেন্দ্রবিন্দুতে আছে এই বেড়মজুর।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
গ্রামবাসীরা জানিয়েছেন, আগে বহুবার স্থায়ী সাঁকো তৈরি করার দাবি জানালেও পঞ্চায়েত কাম দেয়নি। কিন্তু আন্দোলন শুরুর পর প্রশাসন তাঁদের অভাব অভিযোগ নিয়ে নড়েচড়ে বসে। শেষে প্রশাসনিক কর্তারা আশ্বাস দিলেন ২০ দিনের মধ্যে বেড়মজুরে স্থায়ী সাঁকো তৈরি করে দেওয়া হবে। প্রশাসনের এই সিদ্ধান্তে হাসি ফুটেছে গ্রামবাসীদের মুখে।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 4:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: আন্দোলনের প্রথম সাফল্য পেল সন্দেশখালি! এইটা পেয়ে খুশি বেড়মজুরের মানুষ