আরও পড়ুন: প্রার্থী ঘোষণা হতেই মুর্শিদাবাদের দুই কেন্দ্রে দেওয়াল লিখন শুরু বিজেপির
শনিবার নদিয়ায় কৃষ্ণনগর থেকে ভার্চুয়ালি পুরুলিয়ার এই মেগা তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। রঘুনাথপুরে ডিভিসির দ্বিতীয় পর্যায় থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে সামগ্রিকভাবে এই তাপবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়ে হবে ২৫২০ মেগাওয়াট। সমগ্র দেশের মধ্যে ডিভিসির যে সকল তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে সুপার থার্মাল পাওয়ার স্টেশনের রূপ পাবে এই কেন্দ্র। একটি প্রকল্প থেকে ২৫০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হলে তাকে সুপার পাওয়ার স্টেশন বলা হয়।
advertisement
ডিভিসি সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় পর্যায়ে মোট ১১ হাজার ৩৬২ কোটি টাকা বিনিয়োগ করা হবে। বর্তমানে এই প্রকল্পের প্রথম পর্যায়ে থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্প শেষ করার জন্য ৩৬ মাসের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শিল্পতালুক রঘুনাথপুর ইস্পাত, সিমেন্টের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনেও একটা উল্লেখযোগ্য শিল্প কেন্দ্র হয়ে উঠছে। সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট হবে। ওই দুটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হবে ১৬০০ মেগাওয়াট। বর্তমানে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ও ষষ্ঠ ইউনিট থেকে ২৫০ মেগাওয়াট করে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ৮০০ মেগাওয়াটের আরও দুটি ইউনিট হলে এই প্রকল্প থেকে মোট ২১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। অতএব রঘুনাথপুর শিল্পতালুক থেকে ডিভিসির ২৫২০ এবং সাঁওতালডিহির ২১০০ মিলিয়ে ৪৬২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আর এতেই শিল্প শহর রঘুনাথপুর শিল্পায়নের অন্যতম মাত্রায় পৌঁছে যাবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি






