আরও পড়ুন: আন্দোলনের প্রথম সাফল্য পেল সন্দেশখালি! এইটা পেয়ে খুশি বেড়মজুরের মানুষ
জয়নগর রথতলায় একটি জুতো দোকানে সেই সময় জুতো কিনবেন বলে বাছাই করছিলেন এক মহিলা সহ তিনজন। তাঁরা যখন জুতো পছন্দ করতে ব্যস্ত ঠিক তখনই আচমকা কুলপি রোড থেকে একটি গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে ওই দোকানের মধ্যে ঢুকে পড়ে। সৌভাগ্যক্রমে গাড়িটি ক্রেতা-বিক্রেতাদের গা ঘেঁষে দোকানের দেওয়ালে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। একটু এদিক-ওদিক হলে একাধিক প্রাণহানির সম্ভাবনা ছিল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওই জুতো দোকানে দৌড়ে আসেন এলাকার বাকি দোকানদাররা। দৌড়ে আসে সিভিক ভলেন্টিয়ারের দলও। সকলের প্রচেষ্টায় গাড়িটিকে রাস্তার উপরে টেনে তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
সুমন সাহা