আরও পড়ুন: কমিশন ভোটের দিন ঘোষণার আগেই নতুন স্বাস্থ্যমন্ত্রী’র শপৎ! পুরোটা জানতে দেখুন ভিডিও
চন্দননগর বৌবাজার এলাকায় অবস্থিত খলিসানি কলেজ। ন্যাকের বি প্লাস প্লাস ক্যাটাগরির কলেজ এটি। সেই কলেজে আর্টস, কমার্স, সায়েন্সে প্রায় আড়াই হাজার পড়ুয়া পড়ে। টাটার মত বহুজাতিক সংস্থাকে ক্যাম্পাস নিয়ে আসতে পেরেছিল কলেজ কর্তৃপক্ষ। সেখান থেকে ৩২ জন পড়ুয়ার চাকরি হয়েছে। যা গোটা রাজ্যের মধ্যে নজির।
advertisement
খলিসানি কলেজের অধ্যক্ষ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকারে উৎকর্ষ বাংলা কলেজের সঙ্গে টিসিএস-এর যোগাযোগ করিয়ে দিয়েছিল। গত ১০ মার্চ কলেজে ক্যাম্পাসিং হয়। ৪৫৩ জন পড়ুয়া নাম নথিভুক্ত করেছিল। ১০৯ জনকে বেছে নিয়ে তার মধ্যে থেকে পরীক্ষা নেয় টিসিএস। শেষ পর্যন্ত ৩২ জন পড়ুয়া চাকরি পায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিন সেই নির্বাচিত পড়ুয়াদের কাছে চাকরি কনফার্মেশনের মেল এসে পৌঁছয়। সাধারণ ডিগ্রি কলেজে পড়েও যে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে টিসিএস-এর মত বড়ো বহুজাতিক সংস্থায় চাকরি পাওয়া যেতে পারে তা অনেকেরই ধারণা ছিল না। ফলে সকলেই খুশি হয়েছেন।
রাহী হালদার