ইস্ট জোন জয় করে ঘরে ফিরল আশফাক, রনিতা রাহুল, সুমিত , প্রীতম ও সুরজিৎরা। দরীদ্র পরিবারের ছেলে মেয়েরা বড় ময়দানে খেলার সুযোগ পেয়েও অর্থনৈতিক সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছিল। এক সময় ঝাড়খন্ডে পৌঁছান ছিল প্রায় অনিশ্চিত । তারপর কোনও রকমের পরিবার ও গ্রামের মানুষের সহযোগিতায় ধার-বরাত করে খেলায় অংশগ্রহণ করতে ঝাড়খন্ড পৌঁছয়। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে খেলার ময়দানে সেরা সেরা প্রমাণ করলো আশফাক-রনিতারা। ঘরে ফিরতেই উৎসবে মাতোয়ারা গোটা গ্রাম। খোশ মেজাজে গ্রামের নানা প্রান্তে মিষ্টিমুখের আয়োজন তো ছিলই।
advertisement
আরও পড়ুনঃ IPL 2025: সব অপেক্ষার অবসান, আইপিএলে কামব্যাক করলেন ‘ভয়ঙ্কর’ ক্রিকেটার, খুশি ফ্যানেরা
গতবছর প্রথম শুটিং বল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দিল্লির নেহরু স্টেডিয়ামে। স্বর্ণ পদকজয়ী জাতীয় শুটিং বল দলে জায়গা করে নিয়েছিল বাংলার রনিতা সর্দার। এবার ইষ্টজোন প্রতিযোগিতায় বাংলার এই সফলতা পুরুষ ও মহিলা খেলোয়াড়দের জাতীয় দলে জায়গা করে দেবে বলে আশাবাদী সকলে।
রাকেশ মাইতি