ভ্রাম্যমাণ লাইব্রেরি পৌঁছে যাচ্ছে পাড়ায় বাড়ির সামনে। যেমন খুশি তেমন বইও পড়তে পারছেন পাঠকরা। মুর্শিদাবাদের বেলডাঙা আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পড়ুয়ারা সংখ্যা ১৮৬ জন। আর তারাই বই নিয়ে হাজির হয় বিভিন্ন পাড়ায়। উদ্দেশ্যে একটাই, পাঠকরা যেন বই পড়ে। আগামী প্রজন্মকে বইমুখী করে তুলতে এই প্রয়াস।
আরও পড়ুন : ভবিষ্যতে চাকরির চিন্তা দূর হবে, পডুয়াদের কর্মসংস্থানের রাস্তা বাতলে দেওয়া হচ্ছে এখন থেকে! জেলায় বড় কর্মসূচি
advertisement
স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন, এলাকার মানুষকে মোবাইল থেকে দুরে রাখতেই উদ্যোগ গ্রহণ। আমাদের ভ্রাম্যমান লাইব্রেরি গ্রামে মানুষের কাছে পৌঁছে যায়। যেখানে আছে ছোট গল্প ,উপন্যাস ছাড়াও থাকছে ছোট থেকে বড়দের জন্য সমস্ত ধরনের বই। এরই পাশাপাশি আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসা, উন্নত কৃষিকাজ, রান্না-সহ নানা ধরনের বই থাকছে সেখানে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আপাতত ৩০০টি বই রয়েছে তাঁর ভ্রাম্যমান লাইব্রেরিতে। পনেরো দিন অন্তর নতুন বই নিতে পারবেন পাঠকরা। তিনি বলেন, ‘এই এলাকার বয়স্ক ব্যক্তিরা এখনও মোবাইলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেননি। বই পড়ে তাঁদের নিঃসঙ্গতা কাটবে। এই সঙ্গে অন্যদের মধ্যেও বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতেই এই ভ্রাম্যমান লাইব্রেরি করা হয়েছে।’





