TRENDING:

Mobile Library : 'দুয়ারে লাইব্রেরি', ঘরে ঘরে পৌঁছে ৩০০ রকমের বই! মুর্শিদাবাদে খুদে পড়ুয়াদের চমকে দেওয়া উদ্যোগ

Last Updated:

Mobile Library : ভ্রাম্যমাণ লাইব্রেরি পৌঁছে যাচ্ছে পাড়ায় বাড়ির সামনে। মুর্শিদাবাদের বেলডাঙা আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের উদ্যাগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলডাঙা, কৌশিক অধিকারী : আধুনিকতার এই যুগে মানুষের বই পড়ার প্রতি আগ্রহ বেশ অনেকটা কমেছে। তবে মানুষের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটাতে বইয়ের প্রয়োজনীয়তা রয়েছে। এলাকায় নেই বইয়ের দোকান। গল্পের বই তো দূরের কথা, পাঠ্যপুস্তক কিনতেও যেতে হয় অন্তত ৫ কিলোমিটার দূরে। সেখানেই স্কুলের পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলের জন্য বই পড়ার সুযোগ করে দিলেন স্কুলের ছাত্র ছাত্রীরা।
advertisement

ভ্রাম্যমাণ লাইব্রেরি পৌঁছে যাচ্ছে পাড়ায় বাড়ির সামনে। যেমন খুশি তেমন বইও পড়তে পারছেন পাঠকরা। মুর্শিদাবাদের বেলডাঙা আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পড়ুয়ারা সংখ্যা ১৮৬ জন। আর তারাই বই নিয়ে হাজির হয় বিভিন্ন পাড়ায়। উদ্দেশ্যে একটাই, পাঠকরা যেন বই পড়ে। আগামী প্রজন্মকে বইমুখী করে তুলতে এই প্রয়াস।

আরও পড়ুন : ভবিষ্যতে চাকরির চিন্তা দূর হবে, পডুয়াদের কর্মসংস্থানের রাস্তা বাতলে দেওয়া হচ্ছে এখন থেকে! জেলায় বড় কর্মসূচি

advertisement

স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন, এলাকার মানুষকে মোবাইল থেকে দুরে রাখতেই উদ্যোগ গ্রহণ। আমাদের ভ্রাম্যমান লাইব্রেরি গ্রামে মানুষের কাছে পৌঁছে যায়। যেখানে আছে ছোট গল্প ,উপন্যাস ছাড়াও থাকছে ছোট থেকে বড়দের জন্য সমস্ত ধরনের বই। এরই পাশাপাশি আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসা, উন্নত কৃষিকাজ, রান্না-সহ নানা ধরনের বই থাকছে সেখানে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
রসে টইটুম্বুর 'রসগোল্লা'...! বাঙালির প্রিয় 'মিষ্টি' এবার ২০ দুর্ধর্ষ স্বাদে, জানুন ঠিকানা!
আরও দেখুন

আপাতত ৩০০টি বই রয়েছে তাঁর ভ্রাম্যমান লাইব্রেরিতে। পনেরো দিন অন্তর নতুন বই নিতে পারবেন পাঠকরা। তিনি বলেন, ‘এই এলাকার বয়স্ক ব্যক্তিরা এখনও মোবাইলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেননি। বই পড়ে তাঁদের নিঃসঙ্গতা কাটবে। এই সঙ্গে অন্যদের মধ্যেও বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতেই এই ভ্রাম্যমান লাইব্রেরি করা হয়েছে।’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mobile Library : 'দুয়ারে লাইব্রেরি', ঘরে ঘরে পৌঁছে ৩০০ রকমের বই! মুর্শিদাবাদে খুদে পড়ুয়াদের চমকে দেওয়া উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল