ভবিষ্যতে চাকরির চিন্তা দূর হবে, পডুয়াদের কর্মসংস্থানের রাস্তা বাতলে দেওয়া হচ্ছে এখন থেকে! জেলায় বড় কর্মসূচি

Last Updated:

Shilper Samadhan Initiative : স্কুল ছাত্র ছাত্রীদের ছাত্রাবস্থা থেকেই পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থানে দিশা দেখাতে উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

+
পূর্ব

পূর্ব মেদিনীপুর প্রশাসনিক কার্যালয়

তমলুক, সৈকত শী : বর্তমান সময়ে পড়াশোনার পর কর্মসংস্থান বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে! পড়াশোনার শেষ করে বহু ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রবেশ করতে পারছে না। কারণ দিন দিন নানান সংস্থা ও সরকারিভাবে নিয়োগ সেভাবে হচ্ছে না। আবার অন্যদিকে বেসরকারি সংস্থাগুলো থেকে কর্মী সংকোচন চলছে। ফলে পড়াশোনার পর একপ্রকার হতাশা গ্রাস করছে যুবকদের মনে। তবে সেসব আর নয় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এগিয়ে এসেছে। স্কুল ছাত্র ছাত্রীদের ছাত্র অবস্থা থেকেই পড়াশোনার পাশাপাশি কর্মসংস্থানে দিশা দেখাতে উদ্যোগী হয়েছে প্রশাসন! পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে এই কর্মসূচি!
পূর্ব মেদিনীপুর জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে জেলা জুড়ে “শিল্পের সমাধানে” নামে কর্মসূচি নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে মোট ১৩৭ টি শিল্পের সমাধান নামে কর্মসূচি আয়োজন করা হচ্ছে। যেখানে জেলা জুড়ে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রয়োজনীয় সহায়তা মিলছে। পাশাপাশি বর্তমানে যারা স্কুল ছাত্র ছাত্রী, আগামীতে তাদের উদ্যোগপতি করে তুলতে সঠিক দিশা দেখানো হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে এই কর্মসূচি শুরু হল। জেলার শুধু পটাশপুর নয় হলদিয়া, নন্দীগ্রাম ১, কোলাঘাট ও সুতাহাটা সহ বিভিন্ন ব্লকে এই কর্মসূচি চলছে। উপকৃত হবেন ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।
advertisement
advertisement
এ বিষয়ে পটাশপুর ২ নং ব্লকের ভিডিও শঙ্খ ঘটক জানান, “সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ও কুটির শিল্পে এগিয়ে। দেশে ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে উৎপাদিত দ্রব্যের প্রায় ৬০ শতাংশ উৎপন্ন হয় পশ্চিমবঙ্গ থেকে। রাজ্যের প্রতিটি ব্লকেই কোনও না কোনও ক্ষুদ্র ও কুটির শিল্প রয়েছে। সেইসব উদ্যোগপতিদের সুবিধা দিতে এবং নতুন করে কর্মসংস্থান তৈরি করতে শিল্পের সমাধান নামে এই কর্মসূচি নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকের মত পটাশপুর ২ ব্লকেও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। যেখানে ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত থাকা উদ্যোগপতিদের বিভিন্ন সুবিধা দেওয়ার পাশাপাশি নতুন করে কর্মসংস্থান তৈরি করতে স্কুল ছাত্র-ছাত্রীদের ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব বোঝানো হচ্ছে।” ক্ষুদ্র কুটির শিল্পের মার্কেট কতটা রয়েছে তা তুলে ধরা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কুটির শিল্প, মৎস চাষ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম নথিভুক্তকরণ ও স্বল্প সুদে ব্যাঙ্ক ঋণ প্রদান সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে এই শিল্পের সমাধান নামক সহায়তা শিবির থেকে। কুটির শিল্পের প্রয়োজনে আবেদনকারীকে সরকারি জমি প্রদানের ব্যবস্থা রয়েছে এই শিবিরে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন ধরনের ছোট ও মাঝারি শিল্প রয়েছে। যেগুলি বিশেষ করে ব্যক্তিগত উদ্যোগেই গড়ে উঠেছে। এই শিল্পের প্রসারে এগিয়ে এসেছে রাজ্য সরকার। রাজ্যজুড়েই কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে জেলায় জেলায় ছোট ও মাঝারি শিল্পের প্রসার বাড়াতে উদ্যোগী হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা শিল্প কেন্দ্র তাই জেলা জুড়ে শিল্প সমাধান নামে কর্মসূচি গ্রহণ করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভবিষ্যতে চাকরির চিন্তা দূর হবে, পডুয়াদের কর্মসংস্থানের রাস্তা বাতলে দেওয়া হচ্ছে এখন থেকে! জেলায় বড় কর্মসূচি
Next Article
advertisement
Bihar Assembly Election Results Update: ২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
  • রাঘোপুরে হাড্ডাহাড্ডি লড়াই, পিছিয়ে তেজস্বী যাদব৷

  • আরজেডি-র গড় রাঘোপুরে এগিয়ে বিজেপি প্রার্থী সতীশ কুমার৷

  • ২০১০ সালে রাঘোপুরেই রাবড়ি দেবীকে হারিয়েছিলেন সতীশ৷

VIEW MORE
advertisement
advertisement