TRENDING:

Durga Puja 2025: আসানসোলে বিরাট চমক! অন্যান্য থিমের পুজো দেখতে যাওয়ার আগে ঘুরে আসুন এই মণ্ডপ থেকে 

Last Updated:

Durga Puja 2025: আসানসোলে বিগ বাজেটে পুজোর মধ্যে অন্যতম এই পূজার মন্ডপ, একবার ঘুরে আসুন। না দেখলে মিস করবেন অনেক কিছু ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, রিন্টু পাঁজা: গ্রামের বনেদি বাড়ির পুজো পাশাপাশি শহরে বিভিন্ন জায়গায় থিমের পুজো প্যান্ডেল হপিং বেরিয়ে পড়েছেন বন্ধু বান্ধব পরিবার পরিজনদের নিয়ে তাহলে অন্যান্য থিমের পুজো গুলো যাওয়ার আগে দেখে আসুন এই পুজো মণ্ডপ। পাবেন থিমের পুজোর ভিড়ে একটু অন্য স্বাদের থিমের পুজো। যা আপনাকে ভাবাবে ও আগামিতে নতুন কিছু করার চেতনা জাগাবে।
advertisement

সৃষ্টি হচ্ছে সমাজে নতুন কিছু করার ভাবনা। যা সমাজকে এগিয়ে নিয়ে যাবে ও আগামী দিনে ভাল কিছু করার অনুপ্রেরণা দেবে। সেই সৃষ্টি যা আধুনিকতার জোয়ারে হারিয়ে যাওয়া মূল্যবোধ ও ঐতিহ্যকে নতুন করে তৈরি করতে করা হয়েছে ‘সৃষ্টি’।

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের…! রাজকীয় চালে ৩ রাশির ‘লটারি’, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে পোড়া কপাল

advertisement

এবার সেই নতুন কিছু ‘সৃষ্টি’ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে পুজোর মণ্ডপ। এমনই অভিনব ভাবনা নিয়েছে আসানসোলের কল্যাণপুর কে সেক্টরে পুজো কমিটি। আসানসোল কল্যাণপুর কে সেক্টরের পুজো এবার ৩৯ তম বর্ষে পদার্পন করছে। প্রায় ২৫ লক্ষ টাকার বাজেটে ফুটিয়ে তোলা হচ্ছে ‘সৃষ্টি’। শহরের বিগ বাজেটের পুজোর মধ্যে এটি একটি অন্যতম। এবারে তাঁদের ভাবনা ‘সৃষ্টি’ যা আধুনিকতার জোয়ারে হারিয়ে যাওয়া মূল্যবোধ ও ঐতিহ্যকে নতুন করে তৈরি করতে তাঁদের এই ভাবনা। সেই অনুকরণে ফুটিয়ে তোলা হয়েছে সমগ্র পুজোর মণ্ডপ।

advertisement

View More

আরও পড়ুন-দিঘায় ভয়ঙ্কর উলটপুরাণ…! পুজোর মরশুমে আচমকা কী হল সমুদ্র সৈকতে? কাতারে কাতারে মানুষ ছুটছে, কারণ জানলে ঘাম ছুটবে

মণ্ডপটি ফুটিয়ে তুলতে যে উপকরণ লেগেছে কাঠ, বাঁশ, প্লাই, লোহার বিভিন্ন কাঠামো তৈরি করা হয়েছে, কুটির শিল্প কিছু কাজ রয়েছে। সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়েই তৈরি করা হয়েছে পুজোর মণ্ডপ। পাশাপাশি বাহারি আলোকসজ্জা দিয়ে মন্ডপের চতুর্দিক ভরিয়ে তোলা হয়েছে। দর্শনার্থীরা প্রথমে ঢুকেই দেখতে পাবেন মাঠের মধ্যে একটি প্রাসাদ এর মত মণ্ডপ। সেই প্রসাদের মধ্যেই দেখা যাবে লোহার পুরনো সময়ের বড় বড় জানালা দরজা। পাশাপাশি লোহার বিভিন্ন কাজ করা হয়েছে যা দেখেলে আপনাকে কার্যত ভাবাবে।

advertisement

এখানে মাতৃ প্রতিমা প্রত্যেক বছরই সাবেকিয়ানার ধাঁচে ডাকের সাজে সাজানো হয় এবারও তাই করা হয়েছে। মণ্ডপের পাশাপাশি তাদের প্রতিমা ও আকর্ষণীয় হয়ে উঠেছে। তাই দর্শনার্থীরা এই মণ্ডপ দেখতে এলে পাবেন একটি নতুন সৃষ্টি যা আপনাদের আকর্ষণ করবে ও আগামীতে ভাল কিছু করার অনুপ্রেরণা যোগাবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: আসানসোলে বিরাট চমক! অন্যান্য থিমের পুজো দেখতে যাওয়ার আগে ঘুরে আসুন এই মণ্ডপ থেকে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল