প্রথমে বন্ধুত্ব পরে প্রেম এই সম্পর্ক ধীরে ধীরে অন্য মাত্রায় পৌছে যায় তাদের। দুই বাড়ি তরফে বিয়ের দিনক্ষণ ঠিক করা হলেও, শ্বেতার অভিযোগ তার সঙ্গে সুমিত বিশ্বাস একাধিকবার জোর করে শারীরিক সম্পর্ক করলেও বর্তমানে সে তাকে বিয়ে করতে রাজি নয়। বর্তমানে সুমিত তার প্রেমের সম্পর্ক অস্বীকার করছে।
আরও পড়ুন – Deep Fake Video: লজ্জায় মুখ লুকোচ্ছেন সচিন! এবার ডিপফেক ভিডিও-র শিকার মাস্টারব্লাস্টার
advertisement
এমনকি সুমিতের অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে। এমনকি শ্বেতার আরও অভিযোগ, এর আগেও বহুবার জোর করে সুমিত তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এমনকি তাকে মারধোরও করেছে। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছে সুমিত বিশ্বাস। তার দাবি, এরকম কোন সম্পর্ক তাদের মধ্যে ছিল না। তাকে ফাঁসানোর জন্যই মিথ্যে তত্ত্ব তুলে ধরা হচ্ছে। প্রেমিকের বাড়ির সামনে এসে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে শ্বেতা।
স্থানীয় কাউন্সিলরের তৎপরতায় তড়িঘড়ি থাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে পাঠানহয়।হাসপাতালে গিয়ে মেয়েটির বয়ান রেকর্ড করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগর থানার পুলিশ। বিশেষ সূত্রে জানা গিয়েছে, সুমিত ও তার মা কে বিশেষ নজরে রাখা হয়েছে পুলিশের তরফে।
Rudra Narayan Roy