Deep Fake Video: লজ্জায় মুখ লুকোচ্ছেন সচিন! এবার ডিপফেক ভিডিও-র শিকার মাস্টারব্লাস্টার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Deep Fake Video: তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন। নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটি শেয়ার করার সময়, সচিন জানিয়েছিলেন যে ভাইরাল হওয়া এই ভিডিওটি জাল!
: ভয়ানক এবার কিনা সচিন তেন্ডুলকর হলেন শিকার! ডিপ ফেকের জালে সচিনের এ কী হল৷ সোশ্যাল মিডিয়ায় লজ্জিত হয়ে পড়লেন সচিন৷ এমনকি ভেঙেও পড়েছেন সচিন৷ তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গতিতে ছড়িয়ে পড়েছে যার কারণে অভিজ্ঞ এই ক্রিকেটার আহত হয়েছেন। মাস্টার ব্লাস্টার ডিপ ফেক ভিডিও-র শিকার হয়েছেন৷
তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন। নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটি শেয়ার করার সময়, সচিন জানিয়েছিলেন যে ভাইরাল হওয়া এই ভিডিওটি জাল!
বেশ কয়েকদিন ধরেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে অনেক সেলিব্রিটি ভিডিও তৈরি হচ্ছে। একাধিক বলিউড অভিনেত্রীর ডিপ ফেক ভিডিও ভাইরাল হওয়ার পরে, এবার ফের একবার তাবড় সেলিব্রিটি এই ভিডিওর শিকার হলেন৷
advertisement
advertisement
আরও পড়ুন – Cricketer Love Story: সকলের চোখের আড়ালে চুটিয়ে প্রেম, মুসলিম বান্ধবীকে ঘরণী করতে ২ বার বিয়ে ক্রিকেটারের
These videos are fake. It is disturbing to see rampant misuse of technology. Request everyone to report videos, ads & apps like these in large numbers.
Social Media platforms need to be alert and responsive to complaints. Swift action from their end is crucial to stopping the… pic.twitter.com/4MwXthxSOM
— Sachin Tendulkar (@sachin_rt) January 15, 2024
advertisement
গ্রেট ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিওতে তাঁকে একটি অ্যাপের প্রচার করতে দেখা যাচ্ছে। ভিডিওতে শচীন টেন্ডুলকারের কণ্ঠে ডাবিং করে এআই-এর সাহায্যে একটি ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে।
তার ভিডিও প্রকাশের পর, সচিন তেন্ডুলকর তাঁর অফিসিয়াল অ্যাকাউন্টে শেয়ার করে সবাইকে সতর্ক করেছেন। তিনি লিখেছেন, এই ভিডিওটি ভুয়ো কীভাবে মানুষ প্রযুক্তির অপব্যবহার করছে। আমি সবাইকে এই ভিডিও, অ্যাপ এবং প্রচারটি যেন অফিসিয়ালি কমপ্লেন করা হয় সেটাই অনুরোধ করছেন৷ এই ডিপ ফেক ভিডিওতে “Skyward Aviator Quest” নামের গেমিং অ্যাপ প্রমোট করতে দেখা গেছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2024 2:38 PM IST