Cricketer Love Story: সকলের চোখের আড়ালে চুটিয়ে প্রেম, মুসলিম বান্ধবীকে ঘরণী করতে ২ বার বিয়ে ক্রিকেটারের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cricketer Love Story: শিভম দুবে এবং আঞ্জুম খান ২ জনেই সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। তাঁরা নিয়মিত ফটো ও ভিডিও শেয়ার করেন।
৩০ বছর বয়সী শিভম দুবে ইনদওরে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬৩ রানে অপরাজিত থাকেন৷ তাঁর ইনিংসই এদিন দলের জন্য ম্যাচ জেতানো ইনিংস ছিল। এর আগে মোহালিতে টি-টোয়েন্টিতেও অপরাজিত ৬০ রান করেছিলেন তিনি। দুটি টি-টোয়েন্টিই ৬ উইকেটে জিতেছে ভারত। ৩ ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে আছে। শিভম তাঁর ২টি ইনিংস দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের জন্য তাঁকে দাবিদার করে তুলেছে। শিভমের বিয়েও সকলের কাছে খুব আকর্ষণীয়৷ তিনি মুসলিম মেয়েকে বিয়ে করেছেন৷ (Shivam/insta)
advertisement
শিভম দুবের ব্যাটিং দিনে দিনে ক্রিকেট ফ্যানদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে৷ তবে তাঁর ব্যক্তিগত জীবন বা প্রেম জীবন নিয়ে একেবারেই মানুষজন আঁধারে৷ ক্রিকেটের মাঠে শিভমের জীবন এবং ব্যক্তিগত জীবনে খুবই ফিল্মি। সবাইকে চমকে দিয়ে তিনি তার মুসলিম বান্ধবী আঞ্জুম খানকে বিয়ে করেন। তাঁর লাভ লাইফ নিয়ে সব কথাই গোপন রাখতেন৷ শিভমের মুসলিম মেয়েকে বিয়ে করা অনেকেকে বিস্মিত করেছিল৷ (Shivam/insta)
advertisement
advertisement
আঞ্জুম খান উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি পান । আঞ্জুম খান একজন মডেলও হয়েছেন যিনি একাধিক হিন্দি সিরিয়াল এবং মিউজিক অ্যালবামে কাজ করেছেন। ২০২১ সালে হিন্দু ও মুসলিম দুই রীতি মেনেই বিয়ে করেন এই দম্পতি। তাঁর মানে শিভম আঞ্জুমের সঙ্গে সাত পাকে বাঁধা পরেছিলেন এবং ইসলাম রীতি মেনে বিয়েও করেছিল। (Shivam/insta)
advertisement
advertisement
advertisement