বারবার পুলিশের তরফ থেকে প্রচার করে সচেতন করা হয়েছে মানুষকে। গভীর জলে যেতে নিষেধ করা হয়েছে। তর্পণের সময় সাবধান থাকতে বলা হয়েছে। বিভিন্ন জনবহুল ঘাট গুলিতে ছিল নিরাপত্তা। কিন্তু তা সত্ত্বেও এড়ানো গেল না দুর্ঘটনা। যদিও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ব্যক্তি তর্পণ করতেই নেমেছিলেন। গভীর জলে তিনি ইচ্ছাকৃত যেতেও চাননি। কিন্তু তিনি জলে নেমে নিজের ভারসাম্য রক্ষা করতে পারেননি। তিনি নদীতে ভুলবশত কোন গর্তে পা দিয়ে ফেলেছিলেন। তার জন্যই এমন দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুন: সোনাক্ষির সঙ্গে মুখের মিল! ঠিক যেন…! এই বিশেষ কারণেই বলিউড ছেড়ে ছিলেন রিনা রায়!
উল্লেখ্য, মহালয়ার সকালে দামোদরের পাশাপাশি অজয় নদীর বিভিন্ন ঘাট গুলিতেও তর্পনের জন্য মানুষজনের ভিড় নেমেছিল। অন্যান্যদের মতোই পূর্বপুরুষকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন শ্রীধর বাবু। বছর ৬৫’র ওই ব্যক্তি কাঁকসার শিবপুরের অজয় ঘাটে গিয়েছিলেন তর্পণ করতে। কিন্তু তর্পনের সময় তিনি কোনওভাবে দুর্ঘটনার শিকার হন। মূলত মনে করা হচ্ছে, তর্পণ করার সময় নদীতে নেমে তিনি ভুলবশত গভীর কোন জায়গায় পা রেখে ফেলেছিলেন। তারপরে আর নিজেকে সংযত রাখতে না পেরে গভীর জলে তলিয়ে যান।
আরও পড়ুন: কোচবিহারের শ্মশান কালী পুজো! ৫১টি মূর্তির পুজো! জানুন অজানা কাহিনি
বেশ কিছুক্ষণ পরে থাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মহালয়ার পূণ্য লগ্নে যেখানে তিনি পূর্বপুরুষকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, সেখানেই তাঁকে মৃত্যুবরণ করতে হল। এই বিষয়টি আরও কাঁদিয়ে তুলছে পরিবারের সদস্যদের। পুজোর মুখে এমন দুর্ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরাও।
Nayan Ghosh