Kali Puja 2023: কোচবিহারের শ্মশান কালী পুজো! ৫১টি মূর্তির পুজো! জানুন অজানা কাহিনি

Last Updated:

Kali Puja 2023: কোচবিহার মহা শ্মশানে এই বিরাট পুজো করা হয়! জানুন অবাক করা কাহিনি

+
শ্মশানের

শ্মশানের কালী পুজোয় বিরাট আয়োজন

কোচবিহার: কোচবিহার বিবেকানন্দ স্ট্রিট এলাকায় রয়েছে কোচবিহার মহা শ্মশান। আর এই শ্মশানেই মহালয়ার দিনের আগে অমাবস্যা উপলক্ষ্যে বিরাট করে পুজোর আয়োজন করা হয়ে থাকে। এই পুজোয় মোট ৫১ সতী পীঠের পুজোর আয়োজন করা হয়। তাই এখানে। দেবীর ৫১টি রূপের মূর্তি বা প্রতিমা লক্ষ্য করা যায়। এছাড়াও পুজো করা হয় শ্মশানে থাকা শ্মশান কালীর মূর্তির। তবে এখানের পুজোয় বিশেষ নিয়ম রয়েছে। এখানের পুজোয় কুমারী পুজো করা হয়ে থাকে। যে কারণে এখানের পুজো অন্যান্য জায়গার পুজোর থেকে একেবারেই আলাদা।
পুজোর পরিচালক নিলয় দেব জানান, “দীর্ঘ সময় ধরে নিয়ম নিষ্ঠা সহকারে কোচবিহার মহা শ্মশানে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। তবে আগে এই পুজোর পরিচালনা একটি কমিটির মাধ্যমে করা হলেও বর্তমানে এই পুজো পরিচালনা করা হচ্ছে কোচবিহার পুরসভার মাধ্যমে। বহু মানুষ এই দু’দিনের পুজোয় অংশ নিয়ে থাকেন। এছাড়া এই পুজোয় মেলাও বসে।” এলাকার এক স্থানীয় বাসিন্দা অভিজিৎ সিনহা জানান, “তাঁরা ছোট বেলা থেকে এই পুজোর বিষয়টি শ্মশানে দেখে আসছেন। তবে আগের থেকে এই পুজোর জৌলুস অনেকটাই বেড়েছে বর্তমানে। আগে টাকা পয়সার সঠিক যোগান না থাকায় পুজো হত কোনরকমে। তবে এখন আর সেটা হয় না।”
advertisement
advertisement
এলাকার এক প্রবীণ বাসিন্দা সুধা সূত্রধর জানান,  “এই পুজোয় শুরুর এক থেকে দুই বছরের পর থেকেই এখানে কুমারী পুজো করা হয়। এছাড়া ৫১ সতী পীঠের সমস্ত দেবীর রূপের ও পুজোর ব্যবস্হা করা হয়। তবে দীর্ঘ সময় ধরে এই নিয়ম নীতির কোন পরিবর্তন করা হয়নি এখানে। বহু মানুষ এই বিরাট পুজোর আয়োজন দেখতে এখানে এসে থাকেন। এছাড়া এখানে এই পুজো উপলক্ষ্যে যে দু’দিন ব্যাপী মেলা বসে সেখানেও প্রচুর মানুষের ভিড় জমে।” কোচবিহার শ্মশানের এই কালী পুজো কোচবিহারের অন্যতম বড় কালী পুজো। কোচবিহারের এই পুজোয় বহু মানুষের সমাগম ঘটে। তবে কোচবিহারের পুরসভা এই পুজোর দায়িত্ব গ্রহণ করার পর থেকেই এই পুজোর জৌলুস আরোও বেড়ে উঠেছে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja 2023: কোচবিহারের শ্মশান কালী পুজো! ৫১টি মূর্তির পুজো! জানুন অজানা কাহিনি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement