TRENDING:

Bardhaman News: মা ব্যস্ত কাজে, বাথরুমে বালতিতে ডুবে মৃত্যু সন্তানের! যা ঘটল, নিজের বাড়িতেও খেয়াল রাখুন

Last Updated:

Bardhaman News: বালতির মধ্যে পড়ে গিয়ে মাথা নীচে ঢুকে যায় শিশুটির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা: বাথরুমে জলভর্তি বালতিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি কালনার মন্তেশ্বরের বনপুর গ্রামের। মৃত ওই শিশুর নাম জুয়েনা রাফা খাতুন, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।
advertisement

এই ঘটনার জন্যে কান্নায় ভেঙে পড়ে মৃত শিশুর মা ও আত্মীয়রা। কীভাবে এমন ঘটনা ঘটল? পরিবারের দাবি, বাড়ির কাজে ব্যস্ত ছিলেন মা, সেই সময় মায়ের চোখের আড়ালে চলে যায় শিশুটি। বাথরুমে জল ঘাটতে ঢুকে পড়ে আনুমানিক বছর দেড়েকের জুয়েনা রাফা খাতুন। খেলতে খেলতেই শিশুকন্যাটি বাথরুমে থাকা জল ভর্তি বালতিতে পড়ে যায়।

advertisement

আরও পড়ুন: ১-২-১০০ নয়, এই আংটিতে কতগুলি হিরে রয়েছে জানলে মাথা ঘুরে যাবে! রেকর্ড দেশের

আরও পড়ুন: বাবার মতো এবার জেলেই জীবন সুকন্যার! আদালতে অনুব্রতকে নিয়ে যা বললেন, তাজ্জব সকলেই

বালতির মধ্যে পড়ে গিয়ে মাথা নীচে ঢুকে যায় শিশুটির। বেশ কয়েক মিনিট মাথা নীচু ও দুটি পা উপরে থাকার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। মৃতার এক আত্মীয় বাথরুমে গিয়ে দেখেন এই দৃশ্য। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন শিশুর আত্মীয়রা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: মা ব্যস্ত কাজে, বাথরুমে বালতিতে ডুবে মৃত্যু সন্তানের! যা ঘটল, নিজের বাড়িতেও খেয়াল রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল