Diamond Ring: ১-২-১০০ নয়, এই আংটিতে কতগুলি হিরে রয়েছে জানলে মাথা ঘুরে যাবে! রেকর্ড দেশের

Last Updated:

Diamond Ring: আংটির মধ্যে মোট রয়েছে ৫০ হাজার ৯০৭ টি হিরে। নাম দেওয়া হয়েছে, ইউটেরিয়া। অর্থ প্রকৃতির সঙ্গে একাত্ম।

রেকর্ড করা সেই আংটি
রেকর্ড করা সেই আংটি
মুম্বই: কল্পনা করাই দুষ্কর। কিন্তু মুম্বইয়ের এক স্বর্ণব্যবসায়ী এমন এক হিরের আংটি তৈরি করেছেন যা এই মুহূর্তে গিনিজ বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছে। জানা গিয়েছে, একটি আংটির মধ্যে প্রায় ৬০ হাজার হিরে বসানো হয়েছে। মুম্বইয়ের এইচ কে ডিজাইন ও হরি কৃষ্ণ এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের ওই দোকান এ বছরের ১১ মার্চ রেকর্ড করার শিরোপা জয় করেছে।
সমস্ত পুনর্নবিকরণযোগ্য জিনিস ব্যবহার করে এই আংটি তৈরি করা হয়েছে। গিনিজ বুকের তরফে জানানো হয়েছে এই তথ্য। এভাবেও যে নতুন করে এমন মূল্যবান জিনিস তৈরি সম্ভব তা করেই শিরোপা অর্জন করেছে ওই সোনার দোকান। আংটির মধ্যে মোট রয়েছে ৫০ হাজার ৯০৭ টি হিরে। নাম দেওয়া হয়েছে, ইউটেরিয়া। অর্থ প্রকৃতির সঙ্গে একাত্ম।
advertisement
advertisement
advertisement
আংটিটি দেখতে একেবারে একটি সূর্যমুখী ফুলের মতো। তার উপরে বসে রয়েছে একটি প্রজাপতি। স্বর্ণব্যবসায়ীর তরফে জানানো হয়েছে, আংটিটির ওজন ৪৬০.৫৫ গ্রাম। দাম প্রায় ৬ কোটি ৪০ লক্ষ টাকা। প্রায় ৯ মাস সময় লেগেছে এই আংটিটি তৈরি করতে। প্রায় ৬০ হাজার হিরে ধরে রাখতে পারে এমন পোক্ত ভাবে এত বড় আংটি তৈরি করতে দিতে হয়েছে বিশেষ শ্রম।
advertisement
আরও পড়ুন: মুহূর্তের মধ্যে বদলে যাবে আবহাওয়া, শিলাবৃষ্টি ও ঝড়ের সতর্কতা কলকাতায়! রাজ্যজুড়ে বৃষ্টির খবর
এর পর ৪ মাস সময় লেগেছে পালিশ করে বাজারে নিয়ে আসতে। ১৮ ক্যারেটের সোনার উপর হিরে বসিয়ে তৈরি এই আংটি। রয়েছে রোডিয়ামের ছোঁয়া। আটটি অংশ রয়েছে। পাপড়ি, ফুলের মাঝের অংশ ও প্রজাপতিকে ফুটিয়ে তোলা হয়েছে হিরের মাধ্যমে।
বাংলা খবর/ খবর/দেশ/
Diamond Ring: ১-২-১০০ নয়, এই আংটিতে কতগুলি হিরে রয়েছে জানলে মাথা ঘুরে যাবে! রেকর্ড দেশের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement