আবহাওয়ার বিরাট পরিবর্তন। টানা কদিনের দহনজ্বালা অতীত, আজ ও কাল রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্ত ভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)
দক্ষিণবঙ্গে আজ শিলাবৃষ্টির সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা।
দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবারেও। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)