মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে শুরু হয়েছে ২০’তম পরিবেশ সচেতনতা মেলা। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। পরিবেশ রক্ষা, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনে পরিবেশের গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর এই মেলার আয়োজন করে মধ্যমগ্রাম পুরসভা। প্রতিবছরের মতো এ বছরও প্রায় ৫০টি স্টলে সুসজ্জিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। পরিবেশের বিভিন্ন উপাদান-গাছ, জল, মাটি, বায়ু সংরক্ষণ ও পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী নিয়ে সাজানো হয়েছে স্টলগুলি।
advertisement
মেলায় আগত সকল দর্শনার্থীদের বিনামূল্যে গাছের চারা প্রদান করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ পরিবেশ রক্ষায় আরও বেশি করে অংশগ্রহণ করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি-সহ প্রশাসনিক কর্তারা।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বলেন, যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বর্তমানে ফোনের মাধ্যমেও দেখা যায়। সেই সূচক লন্ডনে শূন্য বা ১-এ, বার্লিনে ওয়ান বা টু। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার একিউআই ২০০ উপরে। আর সেটাই দিল্লিতে ৬০০ বা ৫০০। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিবেশ মেলাতে সফল হলে মধ্যমগ্রাম সংলগ্ন এলাকায় একশোর কাছাকাছি হতো, যা বর্তমানে ২০০ উপরে বলেই জানান সাংসদ। কারণ হিসেবে কাঁটা তেল ব্যবহার, দাহ্য পদার্থ খোলা জায়গায় জ্বালানো-সহ একাধিক বিষয়ও তুলে ধরেন এই চিকিৎসক সাংসদ। ফলে মানুষ সব সময় বিষ নিঃশ্বাস নিচ্ছে। এর জন্য প্রয়োজন সচেতনতা। তাই সচেতনতার উপরই জোর দেওয়ার কথা জানান তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন সন্ধ্যায় মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রাখা হয়েছে, যাতে পরিবেশ সচেতনতার পাশাপাশি বিনোদনের সুযোগও পান দর্শনার্থীরা। পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছে মধ্যমগ্রাম পুরসভা।






