সূত্রের খবর, বারাসাত পৌরসভা এলাকায় পাঁচটি স্থানে টোপোগ্রাফিক্যাল সার্ভে ও জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন করবে মেট্রো কর্তৃপক্ষ। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ‘রাইটস’-কে, যারা ইতিমধ্যেই এক দফা পরিদর্শন করেছে এলাকা। বর্তমানে মাইকেল নগর পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের কাজ চলছে।
advertisement
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নতুন রুটটি গঙ্গানগর কাটাখালের নিচ থেকে মধ্যমগ্রামের স্কাউটের মাঠ, বাদু রোড, ষ্টার মলের পেছন দিক, কেএনসি রোড, কাছারি ময়দান হয়ে কার্ডশেড পর্যন্ত যাবে। প্রসঙ্গত, তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাসাত পর্যন্ত মেট্রো আনার ঘোষণা করেছিলেন। কিন্তু জমি জটের কারণে দীর্ঘদিন থমকে ছিল এই প্রকল্প।
আরও পড়ুনঃ লং উইকেন্ডে লাল কাঁকড়ায় ঢাকা নির্জন সৈকতে ছুটি কাটাতে চান? আদর্শ ঠিকানা বগুড়ান জলপাই, ঘুরে আসুন
বর্তমান সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদারের তৎপরতায় সেই জট কাটতে চলেছে বলে জানিয়েছেন পৌরপ্রধান। অতীতে জমি অধিগ্রহণের আশঙ্কায় বহু বাসিন্দা আন্দোলনে সামিল হয়েছিলেন। তবে এবার মাটির নিচ দিয়ে মেট্রো চলবে বলে সেই আতঙ্ক অনেকটাই কেটেছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, ২০৩০ সালের মধ্যেই যাত্রী পরিষেবা শুরু হবে এই রুটে। ইতিমধ্যেই বারাসাত জুড়ে মেট্রো প্রকল্পের কাজ শুরুর খবরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
Rudra Narayan Roy