এই বছর বারাসাতের বিভিন্ন ক্লাব ও সংগঠন তাঁদের নিজস্ব থিম ভাবনায় মাতৃ আরাধনাকে নতুন মাত্রা দিয়েছে। এবার বিশেষ আকর্ষণের কেন্দ্রে থাকা মণ্ডপগুলির মধ্যে অন্যতম বারাসাত পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। এবার তাঁদের নিবেদন ‘মাইসোর প্যালেস’। অপরদিকে কেএনসি রেজিমেন্ট ক্লাবের থিম ‘হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী’ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই মণ্ডপে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মায়াপুর ছুটতে হবে না! বারাসাতের বুকেই আস্ত ইসকন মন্দির, দর্শনের জন্য কৃষ্ণভক্তরাও ভিড় জমাচ্ছেন
রেজিমেন্ট ক্লাব (কৃষ্ণনগর রোড) আবার গড়ে তুলছে তিরুপতি বালাজি মন্দির। এই প্যান্ডেলের দেবী প্রতিমার স্বর্ণালঙ্কারের স্বাদ ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে। অন্যদিকে রাইজিং স্টার কিশোর স্পোর্টিং ক্লাবের থিম ‘বিনা পাসপোর্ট ভিসায় ইন্দোনেশিয়া ভ্রমণ’। দর্শকদের ভিন্ন দেশের সংস্কৃতির স্বাদ দিচ্ছে এই পুজো কমিটি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নপাড়া কল্যাণ সমিতি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মণ্ডপ গড়েছে। সেখানে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ১৬ ফুট উচ্চতার মাতৃ প্রতিমা। এছাড়া সন্ধানী ক্লাবের থিম ‘মায়াপুর ইসকন মন্দির’, নবপল্লী আমরা সবাই ক্লাব গড়ছে শ্রীকৃষ্ণের দ্বারকা এবং নবপল্লী অ্যাসোসিয়েশনের মণ্ডপে ধরা দিয়েছে বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির। সেই সঙ্গে আগুয়ান সংঘ (টাকি রোড) ফুটিয়ে তুলেছে ‘মহাকুম্ভ’ থিম, শতদল সংঘের ভাবনা ‘অর্ধ আকাশের আর্তনাদ’ এবং বলাকাবৃন্দ স্পোর্টিং ক্লাবের নিবেদন দক্ষিণ ভারতের স্বামী নারায়ণ মন্দির, সেখানে সম্পূর্ণ ঝিনুক দিয়ে সাজানো হয়েছে মাতৃ প্রতিমা। সব মিলিয়ে, এই বছরও বারাসাতের কালীপুজোয় দর্শনার্থীদের মুগ্ধ করেছে, রাস্তা নেমেছে মানুষের ঢল।