Kali Puja 2025: মায়াপুর ছুটতে হবে না! বারাসাতের বুকেই আস্ত ইসকন মন্দির, দর্শনের জন্য কৃষ্ণভক্তরাও ভিড় জমাচ্ছেন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Kali Puja 2025: মা কালীর একপাশে শ্রীচৈতন্যদেব, অপর প্রান্তে রাধা-কৃষ্ণ। মণ্ডপে চলছে কৃষ্ণ বন্দনা, ভক্তিগীত, যা পরিবেশকে আরও আধ্যাত্মিক করে তুলেছে। কৃষ্ণভক্তরাও বারাসাতের এই 'ছোট্ট মায়াপুর' দেখতে ভিড় জমাচ্ছেন।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ বারাসাতের বুকে মায়াপুরের ইসকন মন্দির দেখতে ভক্তদের ঢল। ৬৫ তম বর্ষে পা দিল বারাসাতের বিখ্যাত সন্ধানী ক্লাব। এবারের কালীপুজোয় তাঁরা তুলে ধরেছে এক অভিনব স্থাপত্য, নদিয়ার মায়াপুর ইসকন মন্দির। পুরো মণ্ডপজুড়ে যেন ফুটে উঠেছে মায়াপুরের সেই আধ্যাত্মিক পরিবেশ।
১১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে এই চিত্তাকর্ষক মণ্ডপ, যা ইতিমধ্যেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। দূর থেকেই চোখে পড়ছে ইসকন মন্দিরের সুউচ্চ চূড়া, যা হুবহু মায়াপুর মন্দিরের আদলে গড়া। আলোকসজ্জা ও কারুকার্যে দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছে। সেই সঙ্গেই কৃষ্ণভক্তরাও বারাসাতের এই ‘ছোট্ট মায়াপুর’ দেখতে ভিড় জমাচ্ছেন। নজর কাড়ছে প্রতিমার অভিনবত্ব।
advertisement
আরও পড়ুনঃ বারাসাতের রাস্তায় ‘ব্লগার’ পুলিশ! স্বয়ং আইসি রাস্তায় নেমে যা করলেন, পুরো ঘটনা জানলে অবাক হবেন
মা কালীর একপাশে শ্রীচৈতন্যদেব, অপর প্রান্তে রাধা-কৃষ্ণ। মণ্ডপে চলছে কৃষ্ণ বন্দনা, ভক্তিগীত, যা পরিবেশকে আরও আধ্যাত্মিক করে তুলেছে। সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য মানুষ এই মণ্ডপে ভিড় জমাচ্ছেন। অনেকেরই বক্তব্য, যারা মায়াপুর ইসকনে যেতে পারেননি, তাঁরা এখানে এসে যেন সেই অভিজ্ঞতাই পাচ্ছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্যোক্তারা জানিয়েছেন, দর্শনার্থীদের এমন উৎসাহ ও ভালবাসা দেখে তাঁরা অত্যন্ত আনন্দিত। বারাসাতের কালীপুজোগুলির মধ্যে এই বছর অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছে সন্ধানী ক্লাবের এই মণ্ডপ। তাই এখনও যারা ঘুরে দেখেননি, তাঁরা বারাসাতের এই মায়াপুর ইসকন মন্দিরের আদলে তৈরি কালীপুজো মণ্ডপ থেকে একবার ঘুরে আসতে পারেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 22, 2025 5:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: মায়াপুর ছুটতে হবে না! বারাসাতের বুকেই আস্ত ইসকন মন্দির, দর্শনের জন্য কৃষ্ণভক্তরাও ভিড় জমাচ্ছেন