TRENDING:

Barasat Blast: নীলগঞ্জ যেন আস্ত একটা মৃত্যুপুরী! বারাসতের বিস্ফোরণস্থলে CID বম্বস্কোয়াড

Last Updated:

আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায়৷ স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন বহু দিন ধরেই বেআইনি ভাবে এই বাজি কারখানা চলছিল৷ ঘটনার পরে শ্লোগানও তোলেন এলাকার বিক্ষুব্ধ বাসিন্দারা৷ আঙুল তোলেন এলাকার বিধায়ক তথা রাজ্যে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বিরুদ্ধে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: রবিবার সকাল ১০টা৷ হঠাৎ করেই বিস্ফোরণের কান ফাটানো শব্দে কেঁপে উঠল বারাসতের নীলগঞ্জ এলাকা৷ ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর আশঙ্কা৷ হাসপাতালে বাড়ছে আহত শিশু এবং মহিলার সংখ্যা৷ হতাহতের সংখ্যা এগরার ঘটনাকে ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা৷ এলাকায় পৌঁছেছে সিআইডি-র বম্ব স্কোয়াড৷
advertisement

স্থানীয় সূত্রের খবর, বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় সংশ্লিষ্ট বাড়ির ছাদ৷ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় মৃতদেহ৷ পাশের বাড়ির চিলেকোঠা থেকে, গাছের ডাল, সব জায়গা থেকেই উদ্ধার হচ্ছে ক্ষতবিক্ষত দেহ৷ আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায়৷ স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন বহু দিন ধরেই বেআইনি ভাবে এই বাজি কারখানা চলছিল৷ ঘটনার পরে শ্লোগানও তোলেন এলাকার বিক্ষুব্ধ বাসিন্দারা৷ আঙুল তোলেন এলাকার বিধায়ক তথা রাজ্যে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বিরুদ্ধে৷

advertisement

আরও খবর: বারাসত বিস্ফোরণে ‘কাঠগড়ায়’‍ মন্ত্রী রথীন ঘোষ! বললেন, ‘বাজি তৈরি হতো না, মজুত হতো’

ঘটনার পর পরই এদিন ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার এবং ডিআইজি৷ পুলিশ সুপার বলেন, ‘‘এই ঘটনায় যাঁরা যুক্ত আমরা ব্যবস্থা নেব। এখনও পর্যন্ত ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ কজন মারা গিয়েছে হাসপাতালে থেকে জেনে তারপর বলব৷ ঘটনা একটা ঘটেছে৷ তাতে আইন শৃঙ্খলা আমরা দেখেছি..৷’’ দমকলবাহিনী সূত্রের দাবি, এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার হয়েছে৷ তবে স্থানীয়দের বক্তব্য মৃতের সংখ্যা ১২ ছাড়িয়েছে৷

advertisement

আরও পড়ুন: বারাসতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দোতলা বাড়ির চিলেকোঠায় উঠে গেল দেহ, মৃত কমপক্ষে ১২

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি-র বোম্ব ডিনপোজাল স্কোয়াড৷ এলাকায় আর কোথাও কোনও বিস্ফোরক মজুত রয়েছে কিনা, সেটাই খতিয়ে দেখবেন তাঁরা৷ পাশাপাশি, সেখানে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হত, কী ধরনের বাজি তৈরি হতো, নাকি বোমা তৈরিরও কারবার চলত, এখন সেগুলি খতিয়ে দেখতে চান তদন্তকারীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Blast: নীলগঞ্জ যেন আস্ত একটা মৃত্যুপুরী! বারাসতের বিস্ফোরণস্থলে CID বম্বস্কোয়াড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল