Barasat Blast: দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দোতলা বাড়ির চিলেকোঠায় উঠে গেল দেহ, মৃত কমপক্ষে ৮
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিস্ফোরণে কমপক্ষে ৪ জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে৷ গুরুতর আহত বেশ কয়েকজন৷ তাঁদের নিকটবর্তী বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷
দক্ষিণবঙ্গ: এগরার পরে এবার উত্তর ২৪ পরগণার দত্তপুকুরের নীলগঞ্জ৷ নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৮ জনের মৃত্যুর আশঙ্কা৷ ঘটনাস্থলে তিনটি পরিবার বসবাস করত বলে স্থানীয় সূত্রের খবর৷ সেখানে শিশুরাও ছিল৷ দুর্ঘটনার পরে নিখোঁজ সকলেই৷ ফলে, ধ্বংসস্তূপের নীচেও কেউ আহত অবস্থায় আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ উদ্ধার হতে পারে আরও দেহ৷
ইতিমধ্যেই ৮ জনের দেহ উদ্ধার করেছে প্রশাসন৷ এলাকায় পৌঁছেছে পুলিশ৷ গুরুতর আহত অবস্থায় আহত বহু৷ শুধু তাই নয়, বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, একটি মৃতদেহ পাশের দোতলা বাড়ির চিলেকোঠায় উঠে গিয়েছিল বলে জানা গিয়েছে৷ বিস্ফোরণস্থল থেকে কয়েক মিটার দূরে ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন রক্তাক্ত দেহ৷ উদ্ধার হয়েছে ছিন্নভিন্ন হাত-পা, দেহাংশ৷
স্থানীয় সূত্রের খবর, রবিবার সকাল ১০টা ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে পান বারাসতের নীলগঞ্জ এলাকার বাসিন্দারা৷ এলাকার খুদে নামের এক বাজি ব্যবসায়ীর কারখানায় এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে৷ উড়ে যায় তার কারখানার বাড়ির ছাদ৷ চতুর্দিকে ছড়িয়ে যায় বারুদ-সহ বাজি বানানোর অন্যান্য সরঞ্জাম৷ এদিক ওদিকে ছড়িয়ে পড়ে রক্তাক্ত দেহ৷ ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরেও শোনা গিয়েছিল এই বিস্ফোরণের শব্দ৷
advertisement
advertisement
আরও পড়ুন দের পরে এবার শুক্র গ্রহ জয়ের জোর তোড়জোড়! একের পর এক ধাপ এগোচ্ছে ISRO
বিস্ফোরণে কমপক্ষে ৮ জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে৷ গুরুতর আহত বেশ কয়েকজন৷ তাঁদের নিকটবর্তী বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷

advertisement
বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজি কারখানার আশপাশের বেশ কয়েকটি বাড়িও৷ স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন বহু দিন ধরেই বেআইনি ভাবে এই বাজি কারখানা চলছিল৷ কিন্তু, কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন৷ ঘটনার পরে শ্লোগান তোলেন এলাকার বিক্ষুব্ধ বাসিন্দারা৷
আরও পড়ুন: সেমেস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক! নিয়ম নিয়ে এবার কেন্দ্রের সঙ্গে সংঘাত, কী নিয়ম চাইছে রাজ্য?
গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। মৃত্যু হয়েছিল ১০ জনের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 27, 2023 11:57 AM IST