Barasat Blast: বারাসত বিস্ফোরণে ‘কাঠগড়ায়’‍ মন্ত্রী রথীন ঘোষ! বললেন, ‘বাজি তৈরি হতো না, মজুত হতো’

Last Updated:

মন্ত্রীর দাবি, রবিবার সকালে যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে বাজি তৈরি হত না, বাজি মজুত করা হতো৷ তবে, পাশাপাশি, তিনি এ-ও জানান, ওই বাড়িতে যা হত, তা বেআইনি৷

দক্ষিণবঙ্গ: শিউরে ওঠার মতো দৃশ্য৷ কোথাও কারও রক্তাক্ত হাত পড়ে, কোথাও পা৷ কোথাও দেহ পাশের চিলেকোঠায় উঠে গিয়েছে, তো কোথাও গাছে৷ এত ভয়াবহ দৃশ্য যে কোনও দিন দেখতে হবে তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেনি বারাসতের নীলগঞ্জ এলাকার মানুষ৷ রবিবার সকাল ১০ টার সময়ে বারাসতের বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তবে যা পরিস্থিতি, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷
কিন্তু, লোকালয়ের মাঝে, ঘিঞ্জি এলাকায়, গৃহস্থ বাড়িতে, যেখানে তিন তিনটি পরিবারের বাসত, সেখানে কী করে এভাবে বাজি তৈরি কারখানা চলছিল, তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন৷ বিস্ফোরণের পর পরই স্থানীয় বাসিন্দারা দাবি করেছিলেন, দীর্ঘদিন ধরেই এলাকায় এভাবে বাজি তৈরির কারখানা রমরমিয়ে চলে৷ পুলিশ-প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতা-বিধায়ক সবই নাকি জানতেন, কিন্তু এগরা কাণ্ড থেকে শিক্ষা নিয়েও নাকি কোনও ব্যবস্থাই করা হয়নি৷
advertisement
আরও পড়ুন: বারাসতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দোতলা বাড়ির চিলেকোঠায় উঠে গেল দেহ, মৃত কমপক্ষে ৮
এদিন,টেলিভিশন ক্যামেরার সামনেই স্থানীয় বাসিন্দাদের একাংশকে দাবি করতে শোনা যায়, এলাকার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এই সমস্ত বেআইনি কারখানা সম্পর্কে জানতেন৷ কিন্তু, কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি৷
advertisement
এদিন বারাসতের নীলগঞ্জের বিস্ফোরণের পরে রথীন ঘোষের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, ‘‘স্টক থেকে আগুন লেগেছে বলে শুনলাম৷ ব্যক্তিগত ভাবে দেখিনি৷ সূত্র মারফত যা জানতে পারলাম সেটাই বললাম৷’’
advertisement
মন্ত্রীর দাবি, রবিবার সকালে যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে বাজি তৈরি হত না, বাজি মজুত করা হতো৷ তবে, পাশাপাশি, তিনি এ-ও জানান, ওই বাড়িতে যা হত, তা বেআইনি৷
আরও দেখুন: এগরার পরে বারাসত! বিস্ফোরণ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ শুভেন্দু অধিকারীর
রথীন বাবু বলেন, ‘‘যাই হোক না কেন, সেটা বেআইনি৷ এটা হওয়ার কথা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছ পর্যন্ত কোনওদিন খবর এই মোছপোল সম্পর্কে (বারাসতের বিস্ফোরণ স্থলের থানা এলাকা) এসে পৌঁছয়নি৷ আমি জানতাম নারায়ণপুরে বাজি তৈরি হয়৷ আরও কোনও জায়গায় তৈরি হয় বলে আমার জানা ছিল না৷’’
advertisement
এরপরে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলেও জানান মন্ত্রী তথা এলাকার বিধায়ক৷ বললেন, ‘‘যাব তো নিশ্চই, আমার এলাকা আমি যাব না!’’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Blast: বারাসত বিস্ফোরণে ‘কাঠগড়ায়’‍ মন্ত্রী রথীন ঘোষ! বললেন, ‘বাজি তৈরি হতো না, মজুত হতো’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement