Barasat Blast: বারাসত বিস্ফোরণে ‘কাঠগড়ায়’‍ মন্ত্রী রথীন ঘোষ! বললেন, ‘বাজি তৈরি হতো না, মজুত হতো’

Last Updated:

মন্ত্রীর দাবি, রবিবার সকালে যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে বাজি তৈরি হত না, বাজি মজুত করা হতো৷ তবে, পাশাপাশি, তিনি এ-ও জানান, ওই বাড়িতে যা হত, তা বেআইনি৷

দক্ষিণবঙ্গ: শিউরে ওঠার মতো দৃশ্য৷ কোথাও কারও রক্তাক্ত হাত পড়ে, কোথাও পা৷ কোথাও দেহ পাশের চিলেকোঠায় উঠে গিয়েছে, তো কোথাও গাছে৷ এত ভয়াবহ দৃশ্য যে কোনও দিন দেখতে হবে তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেনি বারাসতের নীলগঞ্জ এলাকার মানুষ৷ রবিবার সকাল ১০ টার সময়ে বারাসতের বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তবে যা পরিস্থিতি, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷
কিন্তু, লোকালয়ের মাঝে, ঘিঞ্জি এলাকায়, গৃহস্থ বাড়িতে, যেখানে তিন তিনটি পরিবারের বাসত, সেখানে কী করে এভাবে বাজি তৈরি কারখানা চলছিল, তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন৷ বিস্ফোরণের পর পরই স্থানীয় বাসিন্দারা দাবি করেছিলেন, দীর্ঘদিন ধরেই এলাকায় এভাবে বাজি তৈরির কারখানা রমরমিয়ে চলে৷ পুলিশ-প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতা-বিধায়ক সবই নাকি জানতেন, কিন্তু এগরা কাণ্ড থেকে শিক্ষা নিয়েও নাকি কোনও ব্যবস্থাই করা হয়নি৷
advertisement
আরও পড়ুন: বারাসতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দোতলা বাড়ির চিলেকোঠায় উঠে গেল দেহ, মৃত কমপক্ষে ৮
এদিন,টেলিভিশন ক্যামেরার সামনেই স্থানীয় বাসিন্দাদের একাংশকে দাবি করতে শোনা যায়, এলাকার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এই সমস্ত বেআইনি কারখানা সম্পর্কে জানতেন৷ কিন্তু, কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি৷
advertisement
এদিন বারাসতের নীলগঞ্জের বিস্ফোরণের পরে রথীন ঘোষের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, ‘‘স্টক থেকে আগুন লেগেছে বলে শুনলাম৷ ব্যক্তিগত ভাবে দেখিনি৷ সূত্র মারফত যা জানতে পারলাম সেটাই বললাম৷’’
advertisement
মন্ত্রীর দাবি, রবিবার সকালে যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে বাজি তৈরি হত না, বাজি মজুত করা হতো৷ তবে, পাশাপাশি, তিনি এ-ও জানান, ওই বাড়িতে যা হত, তা বেআইনি৷
আরও দেখুন: এগরার পরে বারাসত! বিস্ফোরণ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ শুভেন্দু অধিকারীর
রথীন বাবু বলেন, ‘‘যাই হোক না কেন, সেটা বেআইনি৷ এটা হওয়ার কথা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছ পর্যন্ত কোনওদিন খবর এই মোছপোল সম্পর্কে (বারাসতের বিস্ফোরণ স্থলের থানা এলাকা) এসে পৌঁছয়নি৷ আমি জানতাম নারায়ণপুরে বাজি তৈরি হয়৷ আরও কোনও জায়গায় তৈরি হয় বলে আমার জানা ছিল না৷’’
advertisement
এরপরে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলেও জানান মন্ত্রী তথা এলাকার বিধায়ক৷ বললেন, ‘‘যাব তো নিশ্চই, আমার এলাকা আমি যাব না!’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Blast: বারাসত বিস্ফোরণে ‘কাঠগড়ায়’‍ মন্ত্রী রথীন ঘোষ! বললেন, ‘বাজি তৈরি হতো না, মজুত হতো’
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement