ছোট্ট প্রয়াস, আলোর দিশার শ্রীকৃষ্ণ বিদ্যামন্দিরের ৪৩ জন আর্থিকভাবে বিপন্ন ছাত্রছাত্রীকে দুর্গোৎসবের উপহার হিসেবে নতুন জামা কাপড় দেয়। দেবীপক্ষের সূচনা হতেই এ যেন এক উৎসবের স্বাদ পেল ছোট ছোট পড়ুয়ারা। নতুন জামা পেয়ে বাচ্চাদের আনন্দের সীমা ছিল না। উল্লেখযোগ্য বিষয় হল ছোট্ট প্রয়াসের সকল সদস্যই এখন স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া। তাদের এই কাজ দেখে এবং উদ্যোগ দেখে অবাক সকলে।
advertisement
বাঁকুড়ার ছোট্ট প্রয়াসের সদস্য মেঘা দানা বলেন, “আর্থিকভাবে আমরা সক্ষম না হলেও, আমাদের পুজোর হাত খরচ বাঁচিয়ে কিছু কাজ করার চেষ্টা করছি। শুভাকাঙ্ক্ষীরা আমাদের পাশে দাঁড়ান। ২০২১ সালে শুরু হয়েছিল আমাদের অভিযান, সেই অভিযান একটু একটু করে বেড়েই চলেছে। পরবর্তীকালে এভাবেই আমরা কাজ করে যেতে চাই।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছোট্ট ছোট্ট শিশুদের মুখে হাসি ফোটানো থেকে শুরু করে, স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবির। সমাজসেবামূলক কাজ যদি ছাত্র-ছাত্রীরা করেন তাহলে এর থেকে বড় দৃষ্টান্ত সমাজের জন্য আর হতে পারে না! বাঁকুড়ার এই পড়ুয়া যুবক যুবতীরা সেই কাজ করেই দেখাচ্ছে।