শপিংমলের মতো দেওয়ালে সাজানো জামাকাপড়, টাকা না দিয়েই নেওয়া যায় পছন্দমতো! কোথায় রয়েছে জানুন 'উপহারের দেওয়াল'

Last Updated:

পুজোকে কেন্দ্র করে দোকানের মতো সাজান রয়েছে হরেক রকম জামা-কাপড়। সবাই আসছেন, সেখান থেকেই নিজের পছন্দমতো জামা কাপড় নিয়ে যাচ্ছেন কিন্তু তার জন্য দিতে হচ্ছে না কোনও অর্থ।

+
উপহারের

উপহারের দেওয়াল

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: আপামর বঙ্গবাসীর কাছে আবেগের অপর নাম দুর্গোৎসব। এই উৎসবের অপেক্ষায় সারা বছর থাকে গোটা বঙ্গ। উৎসব উপলক্ষে রকমারি জামা কাপড় কেনার হিড়িক শুরু হয়ে যায়। তাই এই সময় সেজে ওঠে বিভিন্ন শপিং মল ও জামাকাপড়ের দোকান। কিন্তু যারা দুঃস্থ ও অসহায় মানুষ, যারা পুজো উপলক্ষে নতুন জামা কাপড় কিনতে পারেন না, তাদের জন্য এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া রোটারি ক্লাব ও হাসপাতাল। তারা গড়ে তুলেছেন ‘উপহারে দেওয়াল’। পুজোকে কেন্দ্র করে দোকানের মতো সাজান রয়েছে হরেক রকম জামা-কাপড়।
সবাই আসছেন, সেখান থেকেই নিজের পছন্দমতো জামা কাপড় নিয়ে যাচ্ছেন কিন্তু তার জন্য দিতে হচ্ছে না কোনও অর্থ। একেবারে বিনামূল্যে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের জন্য জামা কাপড় বিতরণ করছেন তারা। শুধু জামা কাপড় নয় রয়েছে বাচ্চাদের জন্য রকমারি খেলনাও। বিগত পাঁচ বছর ধরে এই ভাবেই পুজোর সময় অসহায় মানুষের মুখে হাঁসি ফোটাচ্ছেন তারা।
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার এই সংস্থার সদস্য কুনাল রাজগড়িয়া বলেন, পুজোর এই সময় বহু মানুষ বিভিন্ন শপিংমলে গিয়ে নতুন জামা কাপড় কেনেন। কিন্তু বহু মানুষ রয়েছে যারা এই উৎসবে নতুন বস্ত্র কিনতে পারেন না। তাদের কথা চিন্তা করেই এই প্রচেষ্টা তাদের। প্রায় এক হাজার মানুষের মধ্যে বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনয় কবিরাজ বলেন, এই সংস্থা যে উদ্যোগ নিয়েছে তা খুবই ভাল উদ্যোগ। এতে গরিব ও অসহায় মানুষেরা উপকৃত হয়েছেন। এ বিষয়ে এক প্রাপক বলেন, তিনি বিগত বছরেও নতুন কাপড় এখান থেকে পেয়েছেন। ‌ এ বছরও পেলেন। তার খুবই ভাল লাগছে নতুন জামা কাপড় পেয়ে। পুজোর আগে নতুন জামা কাপড় পেয়ে খুশি প্রাপকেরা। ‌আনন্দের ছাপ দেখা গিয়েছে বাচ্চাদের মুখেও। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শপিংমলের মতো দেওয়ালে সাজানো জামাকাপড়, টাকা না দিয়েই নেওয়া যায় পছন্দমতো! কোথায় রয়েছে জানুন 'উপহারের দেওয়াল'
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement