এই ড্রোন আকাশে উড়তে পারে প্রায় ১৭ থেকে কুড়ি মিনিট। রিমোট কন্ট্রোলের সঙ্গে ড্রোনের সংকেত আদান-প্রদানের রেঞ্জ প্রায় ১২০০ মিটার। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ১১ জন ছাত্রছাত্রী মিলে ২০২৩ সাল থেকে একটু একটু করে টাকা জমিয়ে তৈরি করেছে এই প্রজেক্ট। ছাত্র আকাশ গড়ায় জানান, “কৃষি কাজে ব্যবহার করা যেতে পারে এই ড্রোন, সঙ্গে দুর্গম স্থানে নজরদারির কাজেও ব্যবহার করা যেতে পারে quadcopter।”
advertisement
আরও পড়ুন- বড় দুর্ঘটনা তাজপুরে! পরপর মিলছে পর্যটকের দেহ! কেন এমন দুর্ঘটনা তাজপুর-মন্দারমণিতে জানেন?
বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল ডক্টর কৃষ্ণেন্দু অধুর্য বলেন, এই প্রোজেক্ট আরও এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে কলেজ। চার পাখার এই ড্রোনের কোডিং করেছে ছাত্রছাত্রীরা নিজেরাই। তারা যদি পরবর্তীকালে এই প্রোটোটাইট আরও সুদৃঢ় করতে পারে এবং ড্রোনের যদি বহন ক্ষমতা বৃদ্ধি পায়, তা হলে সুদূরপ্রসারী সম্ভাবনা তৈরি হবে। ইঞ্জিনিয়ারিং কলেজ-এর পক্ষ থেকে পুরো সাপোর্ট করার কথা জানালেন প্রিন্সিপাল নিজেই। অপরদিকে থেমে থাকতে চান না ছাত্র-ছাত্রীরা, এগিয়ে যেতে চান তাঁরাও।
নীলাঞ্জন ব্যানার্জী