Mandarmani: বড় দুর্ঘটনা তাজপুরে! পরপর মিলছে পর্যটকের দেহ! কেন এমন দুর্ঘটনা তাজপুর-মন্দারমণিতে জানেন? খুব সাবধান কিন্তু

Last Updated:

Mandarmani: মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। বারাসতের বাসিন্দা ১৭ বছর বয়সী সোহান হাসান সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণ হারায়। নাসিমুল হক (২৩) নামে আরেক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১৯ বছর বয়সী শেখ আনিস ইসলাম নিখোঁজ ছিল।

ফাইল চিত্র
ফাইল চিত্র
পঙ্কজ দাশরথী, তাজপুর: মঙ্গলবার সমুদ্রে স্নানে নেমে জলের তোড়ে তলিয়ে গিয়েছিল তিন জন। মঙ্গলবারই একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। তিনজনের মধ্যে এক যুবক নিখোঁজ ছিল। তারই মৃতদেহ উদ্ধার হল বুধবার। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বারাসত, আমডাঙ্গা এবং মধ্যমগ্রাম থেকে আসা তিনজন সম্পর্কে আত্মীয়।
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। বারাসতের বাসিন্দা ১৭ বছর বয়সী সোহান হাসান সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণ হারায়। নাসিমুল হক (২৩) নামে আরেক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১৯ বছর বয়সী শেখ আনিস ইসলাম নিখোঁজ ছিল। সোহান ছিল একাদশ শ্রেণির ছাত্র, নাসিমুল বেসরকারি সংস্থায় কর্মরত এবং আনিস উচ্চমাধ্যমিক পাশ করেছে।
advertisement
advertisement
পরিবারের ১১ জন সদস্যের সঙ্গে তারা গত রবিবার দিঘা বেড়াতে এসেছিল এবং মঙ্গলবার তাজপুরে ঘুরতে এসে বিপদে পড়ে। স্থানীয়রা জানান, তিনজন যখন বিপদাপন্ন অবস্থায় হাবুডুবু খাচ্ছিল, তখন আশেপাশের লোকজনের চিৎকারে প্রাথমিক উদ্ধারকাজ শুরু হয়। পরে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ও নুলিয়াদের দল এসে তল্লাশি শুরু করে।
advertisement
তবে এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে সামনে এসেছে তাজপুর সৈকতের নিরাপত্তা ব্যবস্থার চরম অভাব। অবশেষে নিখোঁজ
শেখ আনিস ইসলামকে মন্দারমণি থেকে উদ্ধার করল দুনিয়ারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mandarmani: বড় দুর্ঘটনা তাজপুরে! পরপর মিলছে পর্যটকের দেহ! কেন এমন দুর্ঘটনা তাজপুর-মন্দারমণিতে জানেন? খুব সাবধান কিন্তু
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement