TRENDING:

Bankura Teacher: বাড়ির সবাই শিক্ষক, তবে ইনি একটু আলাদা...! ৭৩ বছরেও ক্লান্তি নেই, অবসর জীবন যেন আস্ত 'কুমোরটুলি', কাটছে বাটালি-হাতুড়িতে

Last Updated:

Bankura Teacher: ৭৩ বছরের প্রাক্তন স্কুল শিক্ষক বিকাশ রায় এখনও একইভাবে নিজের নেশায় মগ্ন। কী করছেন জানলে আপনিও অবাক হবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, বাঁকুড়া: নিজের বাড়িতেই বাটালি আর হাতুড়ি দিয়ে কাঠের উপর ঘামাচ্ছেন ৭৩ বছরের এক বৃদ্ধ। তার বাড়িটিকে বানিয়ে ফেলেছেন একেবারে আস্ত একখানা মিউজিয়াম বা আর্ট গ্যালারি। এই ব্যক্তির বাড়িতে ঢুকলেই আপনি অবাক হবেন। যখন তিনি স্কুলে পড়তেন তখন তিনি থাকতেন কলকাতার বাগবাজারে। তার পাশেই রয়েছে কুমোরটুলি। স্কুল ছুটির পর তিনি সোজা যেতেন সেই কুমোরটুলিতে এবং সেখানকার শিল্পীদের কাজের অনুপ্রেরণায় আজও থেমে নেই ৭৩ বছরের এই বৃদ্ধ।
advertisement

বাঁকুড়ার সোনামুখী পৌর শহরের বাসিন্দা ৭৩ বছরের প্রাক্তন স্কুল শিক্ষক বিকাশ রায় এখনও একইভাবে নিজের নেশায় মগ্ন। তিনি এই বয়সেও একইভাবে বানিয়ে চলেছেন বিভিন্ন রকমের কাঠের কাজ, বাড়ির দেওয়ালে সাজান রয়েছে বিভিন্ন রকমের কাঠের দেবদেবীর মূর্তি, বিকাশ বাবুর সূক্ষ্ম নিপুণ হাতের কাজে মুগ্ধ হবেন আপনি। একেবারে কাঠের উপরে মূর্তি ও পুতুল বানিয়ে সকলকে তাক লাগিয়েছেন বিকাশ বাবু।

advertisement

আরও পড়ুন: পাহাড়, নদী, জঙ্গল…! বর্ষায় ঘুরতে যাওয়ার প্ল্যান? দক্ষিণবঙ্গের প্রাণ জুড়ানো সব জায়গা, দেখে নিন তালিকা

যেখানে দেখা যায় কর্মজীবন বা শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর আর পাঁচটা মানুষ বাড়িতে বসে রয়েছেন সেই জায়গা থেকে একেবারে আলাদা ৭৩ বছরের এই বিকাশ বাবু। এখন তার সঙ্গী কাঠ, বাটালি ও হাতুড়ি ওই নিয়েই রয়েছেন এই প্রাক্তন স্কুল শিক্ষক। আরও একটা বিষয় জানলে আপনারা অবাক হবেন বিকাশ বাবুর বাড়িতে সবাই শিক্ষকতা করেন। বিকাশ বাবুর বাবা শিক্ষক ছিলেন, বিকাশ বাবু শিক্ষক ছিলেন এবং তার ছেলেরাও এখন শিক্ষকতা করছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বিকাশবাবু এই বয়সেও যে এইভাবে নিজের প্রতিভাকে টিকিয়ে রেখেছেন সেটা আর পাঁচটা বয়স্ক মানুষদেরকে অবাক করারই বিষয়। বিকাশ বাবু কাঠের উপর পুতুল, মূর্তি বানানোর পাশাপাশি বেহালা ও গিটারও বাজান। বর্তমানে বিকাশ বাবুর কাছে গিটার শেখার জন্য এখন অনেক ছেলেমেয়েরাও আসছেন তার বাড়িতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনিকেত বাউরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura Teacher: বাড়ির সবাই শিক্ষক, তবে ইনি একটু আলাদা...! ৭৩ বছরেও ক্লান্তি নেই, অবসর জীবন যেন আস্ত 'কুমোরটুলি', কাটছে বাটালি-হাতুড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল