ভাঙচুর করা হয় ওই শিক্ষকের বাইকেও। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের ডিঙ্গেরবন রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয়দের দাবি, গতকাল ডিঙ্গেরবন রঘুনাথপুর প্রাথমিক স্কুলে পড়ুয়াদের মিড ডে মিলের জন্য বরাদ্দ চাল বিতরণ করা হচ্ছিল।
আরও পড়ুন: অবশেষে বচ্চন মণ্ডলের 'খুনি' পুলিশের জালে, গ্রেফতার ২
advertisement
অন্যান্যদের সঙ্গে মিড ডে মিলের বরাদ্দ চাল আনতে যায় স্থানীয় কাঞ্চননগর গ্রামের ক্লাস থ্রি র এক ছাত্রী। অভিযোগ, চাল দেওয়ার পর অন্যান্য ছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও ওই ছাত্রীকে স্কুলে আটকে রাখেন স্কুলের শিক্ষক মুরারি মোহন মন্ডল। স্কুলে আটকে রেখে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি শ্লীলতাহানি করা হয় বলেও স্থানীয়দের অভিযোগ।
আরও পড়ুন: এ কেমন মা, শিশুকন্যাকে এমন নৃশংসভাবে খুন! চমকে উঠল গোটা বাংলা
এরপর ওই ছাত্রী বাড়ি ফিরে গিয়ে কান্নাকাটি করে বিষয়টি পরিবারকে জানায়। এরপর বুধবার ওই স্কুল শিক্ষক ফের স্কুলে গেলে অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে ব্যাপক মারধর করে স্কুলেই আটকে রাখেন স্থানীয় বাসিন্দা অভিভাবকরা। ভাংচুর করা হয় শিক্ষকের বাইকটিতেও। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওই স্কুল শিক্ষককে দ্রুত অপসারনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রিয়ব্রত গোস্বামী