#মালদহ: মালদহে সিভিক ভলান্টিয়ার খুনে গ্রেফতার আরেক সিভিক ভলান্টিয়ার। সস্ত্রীক এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। গত সোমবার সকালে বৈষ্ণবনগরে নৃশংস ভাবে খুন হন পেশায় সিভিক ভলান্টিয়ার যুবক বচ্চন মণ্ডল। বেদরাবাদ গ্রামীণ হাসপাতালের পিছনে পাটক্ষেত থেকে কোপানো ও রক্তাক্ত দেহ উদ্ধার হয়। (Maldah News)
ওই ঘটনার তদন্তে নেমে বৈষ্ণবনগর থানার সিভিক ভলান্টিয়ার সনাতন মন্ডল ও তার স্ত্রী মানসী মণ্ডল ওরফে ঝুমা মন্ডলকে গ্রেফতার করেছে। বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। সনাতন মন্ডলের স্ত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন অবিবাহিত সিভিক ভলান্টিয়ার বচ্চন। বিষয়টি জানার পরে সহকর্মী সিভিক ভলান্টিয়ার বচ্চনকে খুনের পরিকল্পনা করে সনাতন।
আরও পড়ুন: অপেক্ষার অবসান, রণবীর-আলিয়ার অনস্ক্রিন চুম্বন থেকে দুরন্ত VFX! জমজমাট ব্রহ্মাস্ত্র ট্রেলার
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন স্ত্রীর মোবাইল থেকে ফোন করে রাতে বাড়ির কাছে ডাকা হয় বচ্চনকে। এরপর এলোপাথাড়ি কুপিয়ে খুনের পর দেহ ফেলে আসা হয় প্রায় পাঁচশো মিটার দূরে বেদরাবাদ স্বাস্থ্য কেন্দ্রের পেছনে পাটক্ষেতে। পরদিন সকালে দেহ দেখতে পান স্থানীয়রা।
আরও পড়ুন: রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'-এ রয়েছেন দীপিকা পাড়ুকোন? ভক্তমহলে তুমুল উন্মাদনা
ঘটনার পরে নিহত বচ্চনের মোবাইল ফোনের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। এরপরে থানায় তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় থানার সিভিক ভলান্টিয়ার সনাতনকে। পুলিশের দাবি, জেরার মুখে খুনের কথা স্বীকার করেছে সনাতন। সস্ত্রীক সিভিক ভলান্টিয়ারকে বুধবার মালদহ আদালতে হাজির করবে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Maldah news