এমনটাই বলছেন বাঁকুড়ার এক শিক্ষক। নিজের বাড়ির ছাদে এবং বাগানে অসম্ভব সুন্দর শীতের শেষের ফুল ফুটিয়ে তাক লাগিয়েছেন তিনি। তার বাড়ির ফুল দেখলে চোখ কপালে উঠবে আপনার। যেন ছাদ নয় এ যেন রামধনু! বাঁকুড়া শহরের বাসিন্দা নির্মাল্য ঘোষ, পেশায় শিক্ষক, কিভাবে ফোটালেন এত সুন্দর বড় বড় বিদেশি ফুল? বলে দিলেন তিনি নিজেই।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
বোগেনভেলিয়া থেকে শুরু করে দেশি গাঁদা এবং শাক সবজি সঙ্গে রঙিন কাগজ ফুল। সবই দেখতে পাবেন তাঁর বাগানে। নির্মাল্য ঘোষ বলেন শীতের এই মরশুমে বেগ পেতে হয়েছে ঋতুকালীন ফুল ফোটাতে যেমন ডিজিটালিসট, রুটবেকিয়া এবং স্টক। এছাড়াও তিনি বলেন যে এই বছর শীত পড়েছে ভালই সেই কারণে ফুল ফুটছে সুন্দর। তার আগে বর্ষাকালে বৃষ্টিও হয়েছিল বেশ জোরদার, যার কারণে রোগ পোকার উপদ্রব কম হয়েছে বলে জানান নির্মাল্য ঘোষ।
চাইলে আপনার বাগানেও করতে পারেন আপনি এমন ফুলের বাহার। কিছুই নয় নির্মাল্য ঘোষ জানিয়েছেন, প্রথমে গাছের চারা ফুলের চারা সংগ্রহ করে, একটি দুটি করে শুরু করতে হবে। কোন ফুল ভালো হচ্ছে সেটি লিখে রাখতে হবে খাতায়। তারপর ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে ফুলের সংখ্যা বাড়ানো যেতে পারে। এভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেলে একদিন আপনার ছাদ বাগান দেখে মনে হবে যেন একটি রামধনু।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়





