TRENDING:

Bankura News: বাড়িতেই রামধনু! কীভাবে করলেন বাঁকুড়ার শিক্ষক

Last Updated:

বাঁকুড়ার শিক্ষক নিজের ছাদে যা করলেন দেখলে অবাক হয়ে যাবেন আপনিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: শীতের ফুল, শেষের দিকে আবার একবার জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। এই আবহাওয়ায় সুন্দর রঙিন বড় বড় দেশি বিদেশি ফুল ফোটাতে পারবেন আপনিও, আপনার বাড়ির ছাদে হোক কিংবা বাগানে। ভুলেও এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনার ঘরে ভরে যাবে ভ্রমর। সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে তাড়াতাড়ি। বাড়বে এনার্জি।
advertisement

এমনটাই বলছেন বাঁকুড়ার এক শিক্ষক। নিজের বাড়ির ছাদে এবং বাগানে অসম্ভব সুন্দর শীতের শেষের ফুল ফুটিয়ে তাক লাগিয়েছেন তিনি। তার বাড়ির ফুল দেখলে চোখ কপালে উঠবে আপনার। যেন ছাদ নয় এ যেন রামধনু! বাঁকুড়া শহরের বাসিন্দা নির্মাল্য ঘোষ, পেশায় শিক্ষক, কিভাবে ফোটালেন এত সুন্দর বড় বড় বিদেশি ফুল? বলে দিলেন তিনি নিজেই।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

বোগেনভেলিয়া থেকে শুরু করে দেশি গাঁদা এবং শাক সবজি সঙ্গে রঙিন কাগজ ফুল। সবই দেখতে পাবেন তাঁর বাগানে। নির্মাল্য ঘোষ বলেন শীতের এই মরশুমে বেগ পেতে হয়েছে ঋতুকালীন ফুল ফোটাতে যেমন ডিজিটালিসট, রুটবেকিয়া এবং স্টক। এছাড়াও তিনি বলেন যে এই বছর শীত পড়েছে ভালই সেই কারণে ফুল ফুটছে সুন্দর। তার আগে বর্ষাকালে বৃষ্টিও হয়েছিল বেশ জোরদার, যার কারণে রোগ পোকার উপদ্রব কম হয়েছে বলে জানান নির্মাল্য ঘোষ।

advertisement

View More

আরও পড়ুন: Government Pension Scheme On Budget 2025: বাজেটে বিরাট ঘোষণার সম্ভাবনা! পেনশনের টাকা দ্বিগুণ ৫,০০০ নয় সরাসরি কড়কড়ে ১০,০০০ টাকা

আরও পড়ুন: 8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য পরপর ধামাকা! রকেটের গতিতে বাড়ছে বেতন! পাল্লা দিয়ে আকাশ ছোঁবে পেনশনও?

চাইলে আপনার বাগানেও করতে পারেন আপনি এমন ফুলের বাহার। কিছুই নয় নির্মাল্য ঘোষ জানিয়েছেন, প্রথমে গাছের চারা ফুলের চারা সংগ্রহ করে, একটি দুটি করে শুরু করতে হবে। কোন ফুল ভালো হচ্ছে সেটি লিখে রাখতে হবে খাতায়। তারপর ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে ফুলের সংখ্যা বাড়ানো যেতে পারে। এভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেলে একদিন আপনার ছাদ বাগান দেখে মনে হবে যেন একটি রামধনু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরতে পরতে ইতিহাস, দিঘার কাছেই রহস্যময় 'দারোগা মারা ভূঁইয়া'র জমিদার বাড়ি
আরও দেখুন

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাড়িতেই রামধনু! কীভাবে করলেন বাঁকুড়ার শিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল