TRENDING:

Banipur Lok Utsav: উল্টো জগৎ ঠিক কেমন দেখতে লাগে! বাণীপুর মেলায় 'সেটাই' দেখার ভিড়, ভাইরাল জয় রাইড ঘিরে উন্মাদনা

Last Updated:

Banipur Lok Utsav: উল্টো জগৎ ঠিক কেমন হয় দেখতে? যদি মুহূর্তেই পৃথিবী উল্টে যায় তাহলে কী হবে! এখন এমন নানা অভিজ্ঞতাই মিলছে বাণীপুর মেলার বিশেষ এই রাইডে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অশোকনগর, রুদ্র নারায়ণ রায়: উল্টো জগৎ ঠিক কেমন হয় দেখতে? যদি মুহূর্তেই পৃথিবী উল্টে যায় তাহলে কী হবে! এখন এমন নানা অভিজ্ঞতাই মিলছে বাণীপুর মেলার বিশেষ এই রাইডে। সুনামির নাম শুনলেই যেখানে ঢেউ ও আতঙ্কের ছবি ভেসে ওঠে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সুনামি দেখতেই হাজার হাজার মানুষ ঠায় দাঁড়িয়ে রয়েছেন মেলার মাঠে! তাই হাবড়ার বাণীপুর মেলায় এবার দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ‘সুনামি’ নামের এই জয় রাইড। বিকেল গড়ালেই এই রাইডকে ঘিরে উপচে পড়ছে ভিড়।
advertisement

ভাইরাল এই রাইডে চড়ে শারীরিক ঝড়ের স্বাদ নিতে ছোট থেকে বড়-সব বয়সের মানুষই আগ্রহ দেখাচ্ছেন। যদিও সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনায় একই ধরনের ‘সুনামি’ জয় রাইড থেকে পড়ে গিয়ে একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই বানীপুর মেলায় এই রাইডে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তার দিকে।

আরও পড়ুনঃ পাড়ার আদরের ছোট্ট ‘পুতুল’ থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া! জলপাইগুড়িতে কেমন ছিল ছেলেবেলা, কোথায় পড়াশোনা? কী কাজ করতেন বাবা? জানুন অজানা কাহিনী

advertisement

রাইড কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের জন্য সেফটি বেল্টের পাশাপাশি অতিরিক্ত সুরক্ষার জন্য শক্ত লোহার খাঁচা লাগানো হচ্ছে। প্রতিবার রাইড চালুর আগে একবার নয়, দু’বার করে খুঁটিয়ে দেখা হচ্ছে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা। সবুজ সংকেত মিললেই শুরু হচ্ছে রোমাঞ্চ-উপরে-নিচে, এদিক-ওদিক উল্টে-পাল্টে ঘুরছে ‘সুনামি’ জয় রাইড। কারও মুখে আতঙ্কের চিৎকার, আবার কারও মুখে উচ্ছ্বাস- দারুণ! আবার চড়ব।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বছর শেষে শিকড়ের টান,শিল্প-সংস্কৃতির মিলনস্থল হয়ে দাঁড়িয়েছে টাকির পুবের বাড়ি!দেখুন নতুন রূপ
আরও দেখুন

অনেকেরই মত, এই রাইডে চড়তে গেলে বুকের দম থাকা জরুরি। রাইডে না চড়লেও বহু মানুষ ভিড় জমাচ্ছেন শুধু সামনে দাঁড়িয়ে অন্যদের অভিব্যক্তি দেখার আনন্দ নিতে। টিকিট কেটে লাইনে দাঁড়িয়েই উঠতে হচ্ছে এই জয় রাইডে। ‘সুনামি’ ঝড় নয়, ‘সুনামি’ জয় রাইড দেখতেই এখন বিকেলের পর থেকে বাণীপুর মেলায় ব্যাপক ভিড় জমছে। সব মিলিয়ে, ভাইরাল এই রাইডই এ বছর বাণীপুর মেলার অন্যতম বড় হিট আইটেম হয়ে উঠেছে বলেও মনে করছেন মেলা কর্তৃপক্ষ ও দর্শনার্থীরা। আপনিও কি নিতে চান এমন অভিজ্ঞতা!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Banipur Lok Utsav: উল্টো জগৎ ঠিক কেমন দেখতে লাগে! বাণীপুর মেলায় 'সেটাই' দেখার ভিড়, ভাইরাল জয় রাইড ঘিরে উন্মাদনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল