ভাইরাল এই রাইডে চড়ে শারীরিক ঝড়ের স্বাদ নিতে ছোট থেকে বড়-সব বয়সের মানুষই আগ্রহ দেখাচ্ছেন। যদিও সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনায় একই ধরনের ‘সুনামি’ জয় রাইড থেকে পড়ে গিয়ে একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই বানীপুর মেলায় এই রাইডে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তার দিকে।
advertisement
রাইড কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের জন্য সেফটি বেল্টের পাশাপাশি অতিরিক্ত সুরক্ষার জন্য শক্ত লোহার খাঁচা লাগানো হচ্ছে। প্রতিবার রাইড চালুর আগে একবার নয়, দু’বার করে খুঁটিয়ে দেখা হচ্ছে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা। সবুজ সংকেত মিললেই শুরু হচ্ছে রোমাঞ্চ-উপরে-নিচে, এদিক-ওদিক উল্টে-পাল্টে ঘুরছে ‘সুনামি’ জয় রাইড। কারও মুখে আতঙ্কের চিৎকার, আবার কারও মুখে উচ্ছ্বাস- দারুণ! আবার চড়ব।
অনেকেরই মত, এই রাইডে চড়তে গেলে বুকের দম থাকা জরুরি। রাইডে না চড়লেও বহু মানুষ ভিড় জমাচ্ছেন শুধু সামনে দাঁড়িয়ে অন্যদের অভিব্যক্তি দেখার আনন্দ নিতে। টিকিট কেটে লাইনে দাঁড়িয়েই উঠতে হচ্ছে এই জয় রাইডে। ‘সুনামি’ ঝড় নয়, ‘সুনামি’ জয় রাইড দেখতেই এখন বিকেলের পর থেকে বাণীপুর মেলায় ব্যাপক ভিড় জমছে। সব মিলিয়ে, ভাইরাল এই রাইডই এ বছর বাণীপুর মেলার অন্যতম বড় হিট আইটেম হয়ে উঠেছে বলেও মনে করছেন মেলা কর্তৃপক্ষ ও দর্শনার্থীরা। আপনিও কি নিতে চান এমন অভিজ্ঞতা!





