Khaleda Zia Unknown Facts: পাড়ার আদরের ছোট্ট 'পুতুল' থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া! জলপাইগুড়িতে কেমন ছিল ছেলেবেলা, কোথায় পড়াশোনা? কী কাজ করতেন বাবা? জানুন অজানা কাহিনী

Last Updated:

Khaleda Zia Unknown Facts: জলপাইগুড়ির নয়াবস্তি থেকে উঠে এসে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক রাজনীতিতে অনন্য নজির গড়েন। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ নয়াবস্তি।

+
News18

News18

জলপাইগুড়ি, সুরজিৎ দে: জলপাইগুড়ির মফস্বল শহর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী! খালেদা জিয়ার স্মৃতিতে শোকস্তব্ধ নয়াবস্তি। জলপাইগুড়ির এক মফস্বল শহরের গৃহবধূ থেকে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম শক্তিশালী মুখ-বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন কাহিনি নিঃসন্দেহে ইতিহাসের এক অনন্য অধ্যায়। ১৯৯১ সাল থেকে তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানো খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান।
বেগম খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ অগাস্ট, দিনাজপুর জেলায়। বাবা মহম্মদ ইসকান্দর মজুমদার ও মা তৈবা মজুমদারের কন্যা খালেদার শৈশবের গুরুত্বপূর্ণ সময় কেটেছে জলপাইগুড়িতেই। দিনাজপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশাপাশি জলপাইগুড়ি সদর গার্লস স্কুল ও পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা। ছোটবেলায় আদরের নাম ‘পুতুল’। চা ব্যবসার সূত্রে খালেদা জিয়ার পরিবার জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় বসবাস করতেন। বাবা ‘দাশ অ্যান্ড কোম্পানি’তে চাকরি করতেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৬ দিনের পৌষমেলায় শান্তিনিকেতনে রেকর্ড বিক্রি! ৪৪ দোকানে মদ বিকিকিনি আড়াই কোটির! চমকে দেওয়া তথ্য
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জমি বিনিময়ের মাধ্যমে পরিবারটি তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যায়। এরপর আর জলপাইগুড়িতে ফেরা হয়নি তাঁদের। নয়াবস্তির সেই বাড়িতে পরে বসবাস শুরু করে চক্রবর্তী পরিবার। মঙ্গলবার সকালে খালেদা জিয়ার প্রয়াণের খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে নয়াবস্তি এলাকা। এলাকার বাসিন্দা উৎপল গোপ বলেন, “ওঁরা আমাদের পাড়ারই মানুষ ছিল। আজও বিশ্বাস হয় না।” পাশের বাড়ির বাসিন্দা চামেলী বিশ্বাসের কথায়, “রাজনীতি নয়, মানুষের টানটাই বড়। আজ মনটা খুব খারাপ।”
advertisement
বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনকাল ও গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক্কালে খালেদা জিয়ার বিদায় শুধু বাংলাদেশের জন্য নয়, জলপাইগুড়ির নয়াবস্তির মানুষদের কাছেও এক দুঃখজনক ঘটনা। ইতিহাসের পাতায় তিনি যেমন একজন শক্তিশালী রাষ্ট্রনেত্রী, তেমনই এই শহরের কাছে তিনি আজও রয়ে গিয়েছে স্মৃতির পাতায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Khaleda Zia Unknown Facts: পাড়ার আদরের ছোট্ট 'পুতুল' থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া! জলপাইগুড়িতে কেমন ছিল ছেলেবেলা, কোথায় পড়াশোনা? কী কাজ করতেন বাবা? জানুন অজানা কাহিনী
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement