Liquor Sale: ৬ দিনের পৌষমেলায় শান্তিনিকেতনে রেকর্ড বিক্রি! ৪৪ দোকানে মদ বিকিকিনি আড়াই কোটির! চমকে দেওয়া তথ্য
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Liquor Sale: ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বোলপুর ও শান্তিনিকেতন এলাকার ৪৪টি দোকান থেকে মদ বিক্রি হয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৯৬ হাজার ৪১১ টাকার।
বীরভূম: ৭ পৌষ বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা শুরু হয়, মেলা ৬ দিন চলার পর রবিবার শেষ হয়েছে। পৌষমেলার টানে বোলপুর শান্তিনিকেতন ছুটে গিয়েছিলেন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক। টানা ছ’দিন মেলার আনন্দ উপভোগ করার পাশাপাশি পর্যটকেরা প্রচুর মদ কিনেছেন। অন্যান্য বছরের তুলনায় এ বছর রেকর্ড মদ বিক্রি হয়েছে বোলপুর-শান্তিনিকেতনে।
আবগারি দফতর সূত্রে খবর, ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বোলপুর ও শান্তিনিকেতন এলাকার ৪৪টি দোকান থেকে মদ বিক্রি হয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৯৬ হাজার ৪১১ টাকার। কোন মদ কত পরিমান বিক্রি হয়েছে? এ প্রসঙ্গে আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দেশি মদ বিক্রি হয়েছে ৯৮ লক্ষ ৬৩ হাজার ২৪০ টাকার, বিদেশি মদ বিক্রি হয়েছে ১ কোটি ২৫ লক্ষ ২৫ হাজার ৭৪০ টাকার। শীতের মরশুমেও বিয়ার বিক্রি হয়েছে ২৬ লক্ষ ৭ হাজার ৪৩০ টাকার। এই অঙ্ক বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
advertisement
আরও পড়ুনঃ ৫ ডিগ্রির নিচে পারদ! হাড় কাঁপানো ঠান্ডায় কাবু কলকাতা-সহ উত্তর, দক্ষিণ! ৩১ ডিসেম্বর আরও ঠান্ডা বঙ্গে? আবহাওয়ার বড় আপডেট
প্রসঙ্গত, চলতি বছর অন্যান্য বছরে তুলনায় হোটেল ভাড়া অনেকটাই বেশি ছিল তবুও পৌষমেলার শুরু কয়েকদিন আগেই প্রায় ৯০ শতাংশ হোটেল রিসোর্ট বুকিং হয়ে গিয়েছিল। যে কয়েকটি হোটেল অথবা রিসোর্ট ফাঁকা ছিল সেগুলিও পৌষমেলার দিন সম্পূর্ণ ভর্তি হয়ে যায়। সব মিলিয়ে জমজমাট ভাবে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা শেষ হয় প্রায় কয়েক লক্ষ পর্যটকদের সমাগমের মধ্য দিয়ে। পাশাপাশি বিকিকিনি চলে দেদার।
advertisement
advertisement
তবে শুধুমাত্র পৌষমেলা নয়, শীতের আমেজ গায়ে মেখে গোটা জানুয়ারি মাসেই শান্তিনিকেতনে ভিড় থাকবে পর্যটকদের, বলে মনে করা হচ্ছে। ফলে হোটেল, মদ দোকানের ব্যবসায়ীদের পাশাপাশি অন্যান্য ব্যবসাও লাভের মুখ দেখবে বলে আশাবাদী স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Dec 30, 2025 2:50 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Liquor Sale: ৬ দিনের পৌষমেলায় শান্তিনিকেতনে রেকর্ড বিক্রি! ৪৪ দোকানে মদ বিকিকিনি আড়াই কোটির! চমকে দেওয়া তথ্য










