আরও পড়ুন: নেশার সাজা! গঙ্গাকে রাস্তা ভেবে শীতের রাতে গাড়ি নিয়ে নেমে গেল নদীতে…
শেষমেশ বিএসএফের সহযোগিতায় মৃত বাবাকে শেষ দেখার সুযোগ পেল মেয়ে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বনগাঁ সীমান্তের বাগদার হরিহরপুর গ্রামের বাসিন্দা লিয়াকত মণ্ডল বয়স জনিত কারণে মারা যান ৷ লিয়াকতের মেয়ে থাকেন সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশে৷ কিন্তু বাবা ভারতীয় নাগরিক হওয়ায় তাঁর মৃত্যুর খবর পেয়ে মেয়ে ভারতের পৈত্রিক ভিটেতে আসতে চাইলেও পাসপোর্ট জটিলতায় তা সম্ভব হয়নি। এরপরই বিষয়টি জানতে পেরে হরিহরপুর গ্রামের এক পঞ্চায়েত সদস্য মধুপুর ক্যাম্পের বিএসএফ কর্তাদের দ্বারস্থ হন। গোটা বিষয়টি তাঁদের জানান। সীমান্ত এলাকার গ্রামের মানুষের তরফ থেকেও অনুরোধ জানানো হয়, যাতে মেয়েকে শেষবারের মতো বাবাকে দেখতে দেওয়ার হয়। এরপর বিএসএফ যোগাযোগ করে বিডিআর-এর সঙ্গে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শেষের সীমান্তের জিরো পয়েন্টে মৃত লিয়াকত মণ্ডলের দেহ নিয়ে গিয়ে রাখা হয়। সেখানেই তাঁর মেয়ে এসে বাবাকে শেষ দেখা দেখেন। মৃতের পরিবারের তরফ থেকে বিএসএফ ও বিডিআরকে ধন্যবাদ জানানো হয়।
রুদ্রনারায়ণ রায়






