Nadia News: নেশার সাজা! গঙ্গাকে রাস্তা ভেবে শীতের রাতে গাড়ি নিয়ে নেমে গেল নদীতে...

Last Updated:

গঙ্গার ঘাটটিকে রাস্তা মনে করে গাড়ি সোজা চালিয়ে দেয়, তাতেই এই বিপত্তি। স্থানীয়রা এরপর নবদ্বীপ থানায় ফোন করে খবর দেন

+
গঙ্গায়

গঙ্গায় ভেসে রয়েছে পণ্যবাহী গাড়ি

নদিয়া: মধ্যরাতে কসমেটিকস ভর্তি গাড়ি সোজা গিয়ে পড়ল রানিরঘাটের গঙ্গার জলে। শুক্রবার রাত পৌনে বারোটা নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় নবদ্বীপ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের রানিরঘাট অঞ্চলে। স্থানীয় বাসীন্দারা জানান, শীতের রাতে তাঁরা সবাই যখন বিছানায়, সেই সময় হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। দরজা খুলে বাইরে বেরিয়ে এসে তাঁরা দেখেন, ছোট একটি গাড়ি গঙ্গার জলে ভাসছে। সঙ্গে আর্ত চিৎকার। সঙ্গে সঙ্গে কয়েকজন স্থানীয় তরুণ নেমে পড়েন গঙ্গায়।
তাঁরা দেখতে পান আধডোবা অবস্থায় গাড়ির ভিতরে তিনজন আরোহী আটকে পড়েছে। দরজা খুলে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে। ওই স্থানীয় তরুণরা কোনওক্রমে গাড়ির দরজা খুলে তাঁদেরকে বাইরে বার করে আনেন। দেখা যায় তিনজনই নেশাগ্রস্ত ছিল। তাদের জিজ্ঞেস করে জানা যায়, তারা গঙ্গার ঘাটটিকে রাস্তা মনে করে গাড়ি সোজা চালিয়ে দেয়, তাতেই এই বিপত্তি। স্থানীয়রা এরপর নবদ্বীপ থানায় ফোন করে খবর দেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
খবর পেয়ে পুলিশ এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গাড়ির তিন আরোহীকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। কিছুক্ষণ পরে নিয়ে আসা হয় একটি ক্রেন। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় গাড়িটিকে টেনে তোলা হয় নদীর পাড়ে। পরে গাড়িটিকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়। আরোহীদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তারা দেশের নামি একটি কসমেটিকস কোম্পানির দ্রব্য নিয়ে বীরভূমের সাঁইথিয়া থেকে করিমপুর হয়ে নবদ্বীপে এসেছিলেন। এদিক-ওদিক ঘোরাঘুরি করার পর রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ রানিরঘাট গঙ্গার ধারে আসেন। তখন তাঁরা প্রত্যেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এই অবস্থায় দুর্ঘটনা ঘটে।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নেশার সাজা! গঙ্গাকে রাস্তা ভেবে শীতের রাতে গাড়ি নিয়ে নেমে গেল নদীতে...
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement