South 24 Parganas News: সোনারপুরে পিঠেপুলি উৎসব, চলল রান্নার প্রতিযোগিতাও

Last Updated:

একসময় গ্রাম বাংলার ঘরে ঘরে মা-বোনেরা চাল গুঁড়ো করে পিঠে বানাতে ব্যস্ত থাকত। বাংলার সুপ্রাচীন এই ঐতিহ্যকে বজায় রাখতে রসের সন্ধানে নতুনত্বের স্বাদে বিরাট পিঠে পুলি উৎসবের আয়োজন করা হল

+
পিঠে

পিঠে পুলি উৎসব

দক্ষিণ ২৪ পরগনা: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার অন্যতম হল পৌষ পার্বণ। ঘরে ঘরে পিঠে-পুলির উৎসব। নতুন ধানের গন্ধে চারিদিক মম করে। নিয়ম অনুযায়ী এই নতুন ধান দিয়েই তৈরি হয় পিঠে। শুধু নতুন ধান নয়, পিঠে তৈরির আরেকটি উপকরণ হল নতুন গুড়। পৌষ মাসের যে শেষের দিন অর্থাৎ মকর সংক্রান্তিতে বাঙালির ঘরে ঘরে আনুষ্ঠানিকভাবে পিঠেপুলি খাবার প্রচলন হয়ে আসছে বহুদিন ধরে। তবে অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকেও পিঠে পুলি খাওয়ার রীতি রয়েছে।
একসময় গ্রাম বাংলার ঘরে ঘরে মা-বোনেরা চাল গুঁড়ো করে পিঠে বানাতে ব্যস্ত থাকত। বাংলার সুপ্রাচীন এই ঐতিহ্যকে বজায় রাখতে রসের সন্ধানে নতুনত্বের স্বাদে বিরাট পিঠে পুলি উৎসবের আয়োজন করা হল রাজপুর-সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যেগে। রাজপুর-সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের গড়িয়া বরদাপ্রসাদ স্কুলে বসে পিঠে পুলির একাধিক স্টল। ওয়ার্ডের মহিলারা পিঠে পুলি উৎসব ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বিভিন্ন স্বাদের সুস্বাদু পিঠে, পাটিসাপটা, পায়েস নিয়ে ওয়ার্ডের গৃহবধূরা উৎসবে অংশগ্রহণ করে। সূদুর থেকে গুড় ও পাটালি নিয়েও হাজির হয় বেশ কিছু মানুষ। শুধু পিঠে পুলি উৎসবই নয়, তার সঙ্গে হস্তশিল্পের নানান সরঞ্জাম নিয়েও হাজির হয়েছেন অনেকে। গোটা স্কুল প্রাঙ্গণ জুড়ে এই স্টল বসানো হয়েছে। পুরাতন ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখতে দ্বিতীয় বর্ষে পা রাখে এই পিঠে পুলি উৎসব। এর উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ শুভাশিস চক্রবর্তী। গোটা স্টল ঘুরে দেখেন তিনি। পাশাপাশি তাঁদের বানানো জিনিসও কেনেন তিনি। মোট ৪৮ টি স্টল ছিল উৎসবের বিক্রয় কেন্দ্রে। পিঠে পুলি উৎসবের প্রধাণ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক তথা ২৯ নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া মুখার্জি। এছাড়াও মানুষের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সোনারপুরে পিঠেপুলি উৎসব, চলল রান্নার প্রতিযোগিতাও
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement