Nadia News: রাম মন্দির উদ্বোধনে ডাক ফুলিয়ার কৃত্তিবাস মন্দিরকে

Last Updated:

যে রাম মন্দির নিয়ে এত মাতামাতি সেই রামায়ণ সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন বাল্মিকী। পরে তা বাংলায় প্রথম অনুবাদ করেন এই নদিয়ার ফুলিয়ার বয়রা অঞ্চলের কবি কৃত্তিবাস ওঝা

রাম মন্দির উদ্বোধন নিয়ে উচ্ছ্বাসিত ফুলিয়ার বাসিন্দারা
রাম মন্দির উদ্বোধন নিয়ে উচ্ছ্বাসিত ফুলিয়ার বাসিন্দারা
নদিয়া: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। ইতিমধ্যেই বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ, বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ও মন্দির কমিটির কাছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পত্র পৌঁছতে শুরু করেছে। তবে এরই মাঝে ব্যস্ততা তুঙ্গে উঠেছে নদিয়ার কৃষ্ণনগরের থেকে শিল্পীদের। তাঁদের তৈরি হাতের কাজ শোভা পাবে মন্দিরের প্রধান ফটকে। তাই এখন জোরকদমে কাজ চলছে। এর পাশাপাশি নবদ্বীপ থেকে কীর্তন দল, বিভিন্ন গৌড়ীয় মঠের সদস্যরা, সারা ভারত শিল্পী সংসদের সদস্যরাও রাম মন্দির উদ্বোধনের আগে ব্যস্ত হয়ে পড়েছেন।
তবে যে রাম মন্দির নিয়ে এত মাতামাতি সেই রামায়ণ সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন বাল্মিকী। পরে তা বাংলায় প্রথম অনুবাদ করেন এই নদিয়ার ফুলিয়ার বয়রা অঞ্চলের কবি কৃত্তিবাস ওঝা। বিভিন্ন ভাষায় রামায়ণের অনুবাদ হলেও বাংলায় অনুবাদ সর্বশ্রেষ্ঠ বলে মানে পৃথিবীর কবি-সাহিত্যিকরা। শুধু তাই নয় মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম সেরা কবি কৃত্তিবাস শ্রী রাম পাঁচালির রচয়িতা। এ ছাড়াও বেশ কয়েকটি ধর্মগ্রন্থ তিনি রচনা করেন তিনি। ফুলিয়ার কৃত্তিবাস লাইব্রেরি এবং কৃত্তিবাস সংগ্রহশালায় রামায়ণ এবং কবি কৃত্তিবাসকে নিয়ে লেখা বিভিন্ন কবি-সাহিত্যিকদের গ্রন্থ সুরক্ষিত রাখার আছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আসন্ন রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সেই কৃত্তিবাস ওঝার এলাকার কীর্তনীয়া, সাধকদেরও অনেকে অযোধ্যায় ডাক পেয়েছেন। সঙ্গে খোল-কর্তাল নিয়েই তাঁরা অযোধ্যা পৌঁছবেন। তারই চূড়ান্ত প্রস্তুতি হিসেবে মন্দির প্রাঙ্গণে এখন প্রস্তুতি পরবো চলছে। সর্বক্ষণ চলছে রাম নাম সঙ্কীর্তন। কবি কৃত্তিবাসের নামাঙ্কিত উচ্চ বিদ্যালয় ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের সাজানো হয়েছে রাম-সীতা সহ রামায়ণের নানান চরিত্রে। নাচ, গান, নাটক, আবৃত্তির মধ্যে দিয়ে প্রচারিত হচ্ছে রামের বিভিন্ন পৌরাণিক কাহিনী।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: রাম মন্দির উদ্বোধনে ডাক ফুলিয়ার কৃত্তিবাস মন্দিরকে
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement