আরও পড়ুন: ‘ট্রেনে কোনও ডাক্তার আছেন?’ বন্দে ভারতের C9 কোচে আচমকা অসুস্থ প্যাসেঞ্জার, মুহূর্তে যা ঘটল
নদী তীরবর্তী এলাকার বাসিন্দা রূপ কুমার ঘোষের দাবি বেশ কয়েক বছর যাবত তারা এই জল যন্ত্রণায় ভুগছেন। কেউ স্নান করতে নামছে না জলে, কারণ স্নান করলে হচ্ছে চর্মরোগ । চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ভয় নদী তীরবর্তী এলাকার বাসিন্দা সহ মৎস্যজীবীরা । অন্যদিকে মাছ মারা যাচ্ছে নদীর জল দূষিত হওয়ার কারণে, বিঘা বিঘা চাষের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, এমত পরিস্থিতিতে বাংলাদেশের সুগার মিলের কালো দূষিত জল যদি না আটকানো সম্ভব হয় তাহলে এই চূর্ণী নদীর জল আরো ভয়ংকর দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে।
advertisement
কৃষ্ণগঞ্জের মাজদিয়ার সন্নিকটে পাবাখালিতে রয়েছে তিনটি নদীর মিলনস্থল মাথাভাঙ্গা, চূর্ণী ও ইছামতি। কিন্তু বাংলাদেশের সুগার মিলের দূষিত জল প্রতিনিয়ত এই নদীতে বাহিত হওয়ার কারণে নদী হারিয়েছে তার ঐতিহ্য। সামনেই বর্ষাকাল, নদীর জল যদি এইভাবে দূষিত হতে থাকে তাহলে আগামী দিনে কৃষি জমির ক্ষেত্রে আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বলে দাবি এক শ্রেনীর কৃষকদের।