'ট্রেনে কোনও ডাক্তার আছেন...?' বন্দে ভারতের C9 কামরায় আচমকা অসুস্থ প্যাসেঞ্জার, পরমুহূর্তেই যা ঘটল, চমকে গেল সবাই!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Vande Bharat: হঠাৎই ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। ব্লাড প্রেসার নামতে নামতে পৌঁছয় ৯০ বাই ৭০ -এ। একইসঙ্গে পালস রেট অস্বাভাবিক হারে বেড়ে যেতে থাকে। এরপর বারবার তিনি বমি করতে থাকেন। একসময় বাথরুমের সামনে মাথা ঘুরতে শুরু করে তাঁর। বিপাকে পড়ে যায় পরিবারের সদস্যরা। মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে কী করলেন পুরুলিয়া ভূমিকন্যা ঐশ্বর্য রায়?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ওই ট্রেনের সি এইট কামড়ায় ছিলেন চিকিৎসক ঐশ্বর্য রায়। তিনি তৎক্ষণাৎ ট্রেনের সি নাইন কামড়ায় পৌঁছে যান। ভাগ্যক্রমে তাঁর ট্রাভেল ব্যাগে চিকিৎসার প্রাথমিক সরঞ্জাম মজুদ ছিল। কালবিলম্ব না করে ওই বৃদ্ধের চিকিৎসা শুরু করেন তরুণী চিকিৎসক। প্রয়োজনীয় ওষুধ দেন ওই বৃদ্ধকে। ধীরে, ধীরে তার অবস্থার উন্নতি হয়।
advertisement
advertisement
এ বিষয়ে চিকিৎসক ঐশ্বর্য রায় বলেন, এই ঘটনা তাঁর কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তবে একইসঙ্গে তিনি বলেন ডাক্তার হিসেবে তাঁর কর্তব্য রোগীর প্রাণ বাঁচানো। তিনি সেই কাজই করেছেন। তিনি মনে করেন তাঁর জায়গায় অন্য কোনও চিকিৎসক থাকলেও সেই একই কাজ করতেন। তবুও জেলার মানুষ তাঁকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এতে তিনি খুবই গর্বিত বোধ করছেন। তাঁর ভীষণই ভাল লাগছে।"
advertisement