প্রায় ১০৩ বছরের পুরানো এই পাঠাগার। ১৯২১ সালে এই পাঠাগারের পথ চলা শুরু হয়। জেলার বেসরকারি পাঠাগারগুলির মধ্যে এটাই সবচেয়ে প্রাচীন পাঠাগার। বহু পাঠক-পাঠিকা এই পাঠাগারের সদস্য। এত বছরেও নিজের ঐতিহ্য হারায়নি হরিপদ সাহিত্য মন্দির। শহর পুরুলিয়ার মাঝে ঝাঁ চকচকে এই পাঠাগারের উপস্থিতি। বিভিন্ন সময়কে এখানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
advertisement
আরও পড়ুন: ভোট মিটতেই ঝাঁপিয়ে পড়ল বামেরা, জেলাজুড়ে চলছে এই বিশেষ কাজ
এই বিষয়ে হরিপদ সাহিত্য মন্দিরের সম্পাদক মিলন মুখার্জি বলেন, পুরুলিয়ার ঐতিহ্য হরিপদ সাহিত্য মন্দির। স্বাধীনতা আন্দোলন, বঙ্গভুক্তি আন্দোলন সহ নানান ইতিহাসের সাক্ষী এই হরিপদ সাহিত্য মন্দির। প্রায় ২৬ হাজারেরও বেশি বইয়ের সংগ্রহ রয়েছে এখানে। বহু বিলুপ্তপ্রায় বইও এখানে পাওয়া যায়। যারা এই জেলায় গবেষণা করছে তাদেরকে একবার হলেও এই হরিপদ সাহিত্য মন্দিরে আসতে হবে। কারণ এত বিলুপ্তপ্রায় বই এই জেলার আর কোনও বেসরকারি পাঠাগারে নেই বললেই চলে।
শর্মিষ্ঠা ব্যানার্জি