Lok Sabha Election 2024: ভোট মিটতেই ঝাঁপিয়ে পড়ল বামেরা, জেলাজুড়ে চলছে এই বিশেষ কাজ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Lok Sabha Election 2024: রানাঘাট লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রতীকে প্রতিদ্বন্দিতা করেছেন প্রাক্তন সাংসদ অলকেশ দাস। ভোট মিটতেই তাঁর এবং দলীয় উচ্চ নেতৃত্বের পরামর্শে স্থানীয় সিপিএম নেতাকর্মীরা ধাপে ধাপে যাবতীয় ফ্লেক্স ব্যানার খোলার কাজ শুরু করে দিয়েছেন
নদিয়া: গত ১৩ এপ্রিল ভোট গ্রহণ শেষ হয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রে। জনতা জনার্দনের সেই রায় ইভিএম বন্দি হয়ে স্ট্রংরুমে কড়া নিরাপত্তায় রাখা আছে। ভোট গণনা হতে এখনও বেশ কিছুটা বাকি। তবে নির্বাচনে যারা প্রতিদ্বন্দিতা করেছিলেন তাঁদের অনেকেই নিজেদের নামে দেওয়াল লিখন বা এলাকায় টাঙানো ফ্লেক্স-ব্যানার খুলতে শুরু করে দিয়েছেন। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন এলাকার সিপিএম কর্মীরা।
রানাঘাট লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রতীকে প্রতিদ্বন্দিতা করেছেন প্রাক্তন সাংসদ অলকেশ দাস। ভোট মিটতেই তাঁর এবং দলীয় উচ্চ নেতৃত্বের পরামর্শে স্থানীয় সিপিএম নেতাকর্মীরা ধাপে ধাপে যাবতীয় ফ্লেক্স ব্যানার খোলার কাজ শুরু করে দিয়েছেন। জানিয়েছেন, সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তাই এমন পদক্ষেপ। দৃশ্য দূষণ নিয়ে রাজনৈতিক দলগুলির গা ছাড়া মনোভাবের সমালোচনা করে থাকেন সমাজকর্মীরা। এক্ষেত্রে অন্য নজির গড়লেন রানাঘাটের সিপিএম নেতাকর্মীরা।
advertisement
advertisement
উল্লেখ্য এবারে লোকসভা নির্বাচনে গোটা দেশবাসীর নজর ছিল রানাঘাট ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। দুটি কেন্দ্রই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রেস্টিজ ফাইট ছিল প্রথম সারির দলগুলির। আর সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের প্রায় মাঝখানেক আগে থেকেই তাঁদের দলের চিহ্ন এবং প্রার্থীর নামে দেওয়াল লিখন, পোস্টার-পতাকা ইত্যাদিতে ছেয়ে ফেলেছিল গোটা লোকসভা কেন্দ্র। তবে ভোট মিটতেই বামেরা এগিয়ে এসে যেভাবে নির্বাচনী প্রচারে জিনিসপত্র সরিয়ে ফেলতে শুরু করেছে তা ইতিমধ্যেই সাড়া ফেলেছে।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2024 10:23 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোট মিটতেই ঝাঁপিয়ে পড়ল বামেরা, জেলাজুড়ে চলছে এই বিশেষ কাজ