TRENDING:

Bangla News: আচমকা বাজ! মাঠে কাজ করতে গিয়ে চরম পরিণতি মহিলার, কেদারপুরে কান্নার রোল!

Last Updated:

Bangla News: আকাশ থেকে সরাসরি বাজ এসে পড়ে তাঁর গায়ে। ঘটনায় তৎক্ষণাৎ আগুন লেগে যায়, ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই মহিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: মাঠে চাষের বাদাম তুলতে গিয়ে চরম পরিণতি হুগলির এক মহিলার। শুক্রবার বিকেলের সামান্য ঝড়-বৃষ্টি মধ্যে বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে ওই মহিলার। আকাশ থেকে সরাসরি বাজ এসে পড়ে তাঁর গায়ে। ঘটনায় তৎক্ষণাৎ আগুন লেগে যায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই মহিলা!
প্রতিকী চিত্র
প্রতিকী চিত্র
advertisement

ঘটনাটি ঘটেছে খানাকুলের কেদারপুর এলাকায়। মৃত মহিলার নাম প্রতিমা সামন্ত। বছর পয়তাল্লিশের ওই মহিলা প্রতিদিনের মতো চাষের কাজে গিয়েছিলেন। এখানে গিয়েই তাঁর চরম পরিণতি ঘটে।

আরও পড়ুন: পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখলেই মহিলারা দেন কড়কড়ে ৬০০ টাকা, কাদের? কেন? ভাইরাল ‘ম্যান-মামস’

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এলাকার বেশ কিছু মানুষ চাষের কাজ করতে গিয়েছিলেন মাঠে। এখানে মূলত তাঁরা বাদাম তোলার কাজ করছিলেন। বিকেলের দিকে হঠাৎই আকাশ কালো করে আসে। শুরু হয় বৃষ্টিপাত। বৃষ্টির মধ্যেই হঠাৎ বাজ পরতে শুরু করে। একসঙ্গে অনেকেই কাজ করছিলেন বাজ পরতে শুরু হওয়ায় সবাই দৌড়ে নিরাপদ জায়গার দিকে যাওয়ার চেষ্টা করেন।

advertisement

View More

সেখানেই বজ্রপাতে মৃত্যু হয় হুগলির বছর ৪৫-এর মহিলা প্রতিমা সামন্তর। তৎক্ষণাৎ তাঁকে ধরাধরি করে স্থানীয় মানুষরা উদ্ধার করে নিয়ে আসেন হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বিশ্বমঞ্চে বাঙালির জয়জয়কার, ‘কঠিনতম ফিজিক্স লিগ’-এ চমকে দিল ঋতব্রত-সুস্মিত- অভীকে! মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। প্রসঙ্গত দিন কয়েক আগেও মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল এক মহিলার। আবারও একই ঘটনা ঘটল আরামবাগে। যেখানে মাঠে বাদাম তুলতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়ে প্রাণ গেল বছর ৪৫-এর ওই মহিলার।

advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে যায়। হাসপাতাল থেকে মহিলার মৃতদেহ নিয়ে তাঁকে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাহী হালদার 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: আচমকা বাজ! মাঠে কাজ করতে গিয়ে চরম পরিণতি মহিলার, কেদারপুরে কান্নার রোল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল