West Bengal Students: বিশ্বমঞ্চে বাঙালির জয়জয়কার, 'কঠিনতম ফিজিক্স লিগ'-এ চমকে দিল ঋতব্রত-সুস্মিত- অভীক! মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
West Bengal Students: ভারতের নাম উজ্জ্বল করলেন তিন বাঙালি-সহ চার পড়ুয়া। 'ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস অফ কিক-অ্যাস স্টুডেন্ট'-র দ্বাদশ সংস্করণে ষষ্ঠ স্থান অধিকার করেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিটউট অফ সায়েন্সের (আইআইএসসি) একটি দল।
কলকাতা: ফের বিশ্বমঞ্চে বাঙালির জয়জয়কার। ভারতের নাম উজ্জ্বল করলেন তিন বাঙালি-সহ চার পড়ুয়া। ‘ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস অফ কিক-অ্যাস স্টুডেন্ট’-র দ্বাদশ সংস্করণে ষষ্ঠ স্থান অধিকার করেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিটউট অফ সায়েন্সের (আইআইএসসি) একটি দল।
স্নাতক স্তরের মোট চার পড়ুয়াকে নিয়ে সেই দল তৈরি করা হয়। তাঁদের মধ্যে তিনজনই সুস্মিত রায়, অভীক দাস এবং ঋতব্রত ঘোষ বাঙালি ছাত্র। সেইসঙ্গে ছিলেন সিমর নারুলা। তাঁরা চারজন মিলে ভারতকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন, যা নজিরবিহীন।
আরও পড়ুন: ক্লাস ওয়ান থেকে স্নাতক ১৫০০০ টাকা করে স্কলারশিপ! কারা পাবেন-কীভাবে আবেদন? বিশদে জানুন
‘ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস অফ কিক-অ্যাস স্টুডেন্ট’-এ সবথেকে ভালো র্যাঙ্ক কখনও করেনি ভারত। আর সেই সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ঋতব্রত, সুস্মিত এবং অভীক আমাদেরই ছেলে। অভীক মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে শীর্ষস্তরের সাফল্য পেয়েছিল। চাকদার ঋতব্রত এবং সুস্মিতও ধারাবাহিক সাফল্য পেয়েছে। এখন কঠিন আন্তর্জাতিক মেধা প্রতিযোগিতায় এই বিপুল সাফল্য পেয়ে তারা আমাদের আরও গর্বিত করল।’
advertisement
advertisement
আরও পড়ুন: পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখলেই মহিলারা দেন কড়কড়ে ৬০০ টাকা, কাদের? কেন? ভাইরাল ‘ম্যান-মামস’
বাংলার যে পড়ুয়ারা বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন, তাঁদের মধ্যে অভীক মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিয়েছিলেন। সুস্মিত কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পড়াশোনা করে আইআইএসসি বেঙ্গালুরুতে পড়েছেন। আর ঋতব্রত নদিয়ার চাকদার সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলের পড়ুয়া ছিলেন। একাধিক সর্বভারতীয় পরীক্ষায় দারুণ ফল করেছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 3:09 PM IST