তাহলে শুনে নিন , বছর দুয়েক আগে পেশায় স্কুল শিক্ষিকা বিপাশা দেবী বর্ধমান রেনেসা এলাকার একটি হইড্রেন থেকে একটি বিড়াল উদ্ধার করেন এবং সেটাকে যত্ন সহকারে বাড়ি নিয়ে গিয়ে দুবছর ধরে দেখাশোনা করতে থাকেন । আর এই বিড়াল ভেবে বাড়ি নিয়ে গিয়েই উনি বছর দুয়েক আগেই করে বসেন এক বড় ভুল । আসলে বিপাশা দেবী যাকে বিড়াল ভেবে বাড়ি নিয়ে গিয়েছিলেন আসলে সেটা কোনও সাধারণ বিড়াল নয়। বিড়াল যদি না হয় তাহলে কী?
advertisement
শুনে নিন বিপাশা দেবীর মুখেই, বছরখানেক আগে বা তার একটু আগে রেনেসাঁর একটি হাইড্রেন থেকে ওকে উদ্ধার করি। এবং তখন ছোট ছিল একদম আমার বিড়ালই মনে হয়েছিল। এবার বিড়াল মনে হওয়ার পরেও ওর আচরণগুলো একটু অন্য ধরনের ছিল। অকারণে ফোঁস ফোঁস করত কোন কারন ছাড়াই ফোঁস ফোঁস করত। আস্তে আস্তে যখন ও বড় হতে থাকে তখন বিড়ালের থেকে ওর আচরণ একটু খারাপ হয়ে যায় পার্থক্য দেখা যায়। এবার আমি বন দফতরে যোগাযোগ করেছিলাম। ওখানকার অফিসারদের সঙ্গে কথা বলেছিলাম। রেসকিউ টিম পাঠিয়েছিলেন কিন্তু বন দফতরের রেসকিউ টিম এটাকে আইডেন্টিফাই করতে পারেনি। তারা ফিসিং ক্যাট মনে করেছিল।
আরও পড়ুন: সংসদে এবার ‘ফ্লাইং কিস’ বিতর্কে রাহুল, স্পিকারের দ্বারস্থ বিজেপির মহিলা সাংসদরা!
বিপাশা দেবীর কথায়, ফরেস্ট ডিপার্টমেন্টের রেসকিউ টিম এটাকে তখন রেসকিউ করতে পারেনি এবং এটাকে ফিশিং ক্যাট মনে করেছিলেন। পরবর্তীতে আমি বার্ডওয়ান সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফেয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করি এবং সংস্থার তরফ থেকে এসে একে উদ্ধার করা হয় । তবে এই সংস্থা আসার পর জানাই এটা ফিশিং ক্যাটও নয় ।
আরও পড়ুন: ‘গোটা বিশ্বে ভারতের সম্মান বাড়িয়েছেন মোদিই’, সংসদে পাল্টা আক্রমণে অমিত শাহ
এই প্রসঙ্গে সংস্থার তরফ থেকে অর্ণব দাস জনিয়েছেন, আমরা যাই গিয়ে ওটাকে রেসকিউ করি । উনি প্রথমে বলছিলেন যে এটা ফিশিং ক্যাট ফরেস্ট থেকে নাকি ওনাকে বলা হয়েছিল যে এটা ফিশিং ক্যাট। কিন্তু আমি প্রথমে ছবি দেখেই বলি এটা ফিশিং ক্যাট নয় এটা জঙ্গল ক্যাট। এটাকে রেসকিউ করে নিয়ে আসা হয়েছে , আনুমানিক বছর দুয়েক বয়স। আজকে এটা আমাদের এনজিও-তে রাখা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটা বন বিভাগকে দিয়ে দেওয়া হবে।
বিপাশা দেবী ভালোবেসে এই বিড়ালটির নাম রেখেছিলেন পুষ্পা। দুবছর ধরে যথেষ্ট আদর যত্নে রেখেছিলেন। তাই এদিন পুষ্পা চলে যাওয়ার দুঃখে তিনি কান্নায় ভেঙে পড়েন । দুঃখের সঙ্গে জানান , ওকে আমাকে ছেড়ে দিতে হবে। কারণ ও ডোমেস্টিক নয়, বন্যপ্রাণী। আমার খুব কষ্ট হচ্ছে ভেতর ফেটে যাচ্ছে, কিন্তু তাও আমার কিছু করার নেই ।