Rahul Gandhi Flying Kiss: সংসদে এবার 'ফ্লাইং কিস' বিতর্কে রাহুল, স্পিকারের দ্বারস্থ বিজেপির মহিলা সাংসদরা!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi Flying Kiss: মোদি পদবি নিয়ে মন্তব্য করে আদালতের নির্দেশে সাংসদ পদ খোয়াতে হয়েছিল রাহুল গান্ধিকে। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে ফিরে পান সাংসদ পদ।
নয়াদিল্লি: লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর বিতর্কের ভাষণ শেষে ট্রেজারি বেঞ্চের দিকে উড়ন্ত চুমু ছুড়লেন রাহুল গান্ধি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাহুলের পরবর্তী বক্তা ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্বাভাবিকভাবেই রাহুলের বক্তব্যের জবাব দিতে উঠে সেই প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ শানান কেন্দ্রীয় মন্ত্রী। স্মৃতির অভিযোগ, তিনি উঠে দাঁড়াতেই নাকি ফ্লাইং কিস ছোড়েন রাহুল। আর তাতেই বেজায় ক্ষুব্ধ হন বিজেপি নেত্রী।
মোদি পদবি নিয়ে মন্তব্য করে আদালতের নির্দেশে সাংসদ পদ খোয়াতে হয়েছিল রাহুল গান্ধিকে। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে ফিরে পান সাংসদ পদ। সংসদে ফেরার পরে পরেই এবার নতুন এক বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ। বুধবার তাঁর বিরুদ্ধে অধিবেশনে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের সময়েই মন্ত্রী স্মৃতি ইরানি রাহুলের বিরুদ্ধে অভিযোগ আনলেন, তিনি মহিলা সাংসদদের লক্ষ্য করে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন!
advertisement
advertisement
রাহুলের নাম না করে স্মৃতি বলেন, ”আমার আগে যিনি বললেন তিনি শালীনতা লঙ্ঘন করেছেন। একজন নারীবিদ্বেষী মানুষই পারেন কোনও মহিলা সাংসদের দিকে চুমু ছুড়তে। যাতে বোঝা যায় তিনি কোন ‘খানদান’ থেকে এসেছেন। এবং তাঁর পরিবার ও দল মহিলাদের সম্পর্কে কী ধারণা পোষণ করে।”
advertisement
এদিন লোকসভায় অনাস্থা প্রস্তাবের বিতর্কে অংশ নিয়ে ভাষণের শুরুতেই ‘এক দো গোলে মারুঙ্গা, জাদা নেহি।’ বলে বক্তব্য শুরু করেন রাহুল। তাঁর কথায়, ”প্রথমেই আমি আমাকে লোকসভার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাব।” রাহুলের বক্তব্যের শুরুতেই ট্রেজারি বেঞ্চ থেকে হইহল্লা শুরু করে দেয় বিজেপি শিবির। রাহুলের ভাষণের সময় বারবার উত্তপ্ত হয়ে ওঠে লোকসভার পরিস্থিতি।
advertisement
যদিও রাহুলের ফ্লাইং কিস বিতর্ক এখানেই থেমে থাকেনি, স্মৃতি ওই অভিযোগ করার পরেই বিজেপির মহিলা সাংসদেরা লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে গিয়ে রাহুলের বিরুদ্ধে ওই মর্মে অভিযোগ করেন। বিজেপির মহিলা সাংসদদের নিয়ে স্পিকারের ঘরে গিয়েছিলেন কৃষি প্রতিমন্ত্রী শোভা করণদাজে। রাহুলকে নারীবিদ্বেষী বলে আক্রমণ শানান বিজেপির মহিলা সাংসদরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2023 2:59 PM IST