Snake: রাতে ছটফট করে মরল দুটি ছাগল, সকালে গোয়ালঘরে ঢুকতেই আঁতকে উঠলেন বাড়ির মালিক
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Snake: রাতের বেলা ঘরের ভেতর ছটফট করতে করতে মারা যায় দুটি ছাগল। বাড়ির মালিক তখনও পর্যন্ত কিছু বুঝতে পারেনি।
রকি চৌধূরী, ধূপগুড়ি: ফের ঘরের ভেতর ঢুকে পড়ল বিষাক্ত গোখরো সাপ। সাপের ছোবলে প্রাণ গেল দুই গবাদি পশুর।৫৬ বরাত জোরে প্রাণে বাঁচলেন বাড়ির মহিলা। উদ্ধার হলো প্রায় ৫ ফুট লম্বা গোখরো সাপ। হাড়হিম করা দৃশ্য দেখে কেঁপে উঠল বাড়ির মালিক। ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ির ময়নাতলী এলাকায়।
রাতের বেলা ঘরের ভেতর ছটফট করতে করতে মারা যায় দুটি ছাগল। বাড়ির মালিক তখনও পর্যন্ত কিছু বুঝতে পারেনি। পাশের ঘরে রাখা গরুগুলিও ছটফট করতে শুরু করে। যে জায়গায় বাধা ছিল, সেখানে থাকতে চাইছে না। রাতের বেলা হওয়ায় বাড়ির মালিক কিছু বুঝতে পারেননি।
advertisement
advertisement
সকালবেলা গোয়াল ঘরে গরু বের করতে গেলে বাড়ির মালিক জয়ন্ত চন্দ ফোসফোস শব্দ শুনতে পায়। উঁকি মারতেই চক্ষু চড়কগাছ তাঁর। দেখতে পান খুটির পেছনে কুন্ডুলি পাকিয়ে ফোনা তুলে বসে সাপ। যা দেখে চোখ কপালে উঠে যায় বাড়ির মালিকের। তড়িঘড়ি গরু গুলিকে বের করা হয় ঘর থেকে। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমীদের।
advertisement
খবর চাউর হতেই প্রচুর মানুষ ভিড় জমান। খবর দেওয়া হয় ধূপগুড়ি পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স ন্যাচারাল অ্যান্ড নেক লাভার অর্গানাইজেশনকে। সংগঠনের সদস্যরা তড়িঘড়ি গিয়ে বহু প্রচেষ্টার পর সেই বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয়। আতঙ্ক মুক্ত হয় এলাকা। প্রায় প্রতিদিন ৫-৬ টি করে সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে সর্বত্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2023 2:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake: রাতে ছটফট করে মরল দুটি ছাগল, সকালে গোয়ালঘরে ঢুকতেই আঁতকে উঠলেন বাড়ির মালিক