Amit Shah at Parliament: 'গোটা বিশ্বে ভারতের সম্মান বাড়িয়েছেন মোদিই', সংসদে পাল্টা আক্রমণে অমিত শাহ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Amit Shah at Parliament: নরেন্দ্র মোদি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ''সমগ্র বিশ্বের সামনে ভারতের সম্মান বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা কৃষকদের স্বনির্ভর করেছি।''
নয়াদিল্লি: মণিপুরের ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সংসদে অনাস্থা প্রস্তাব বিষয়ক বক্তৃতায় বুধবার নরেন্দ্র মোদি সরকারকে তুলোধনা করেছেন রাহুল গান্ধি। এরপরই সংসদে বক্তব্য রাখতে গিয়ে পাল্টা নরেন্দ্র মোদি কার্যপ্রণালী সম্পর্কে সওয়াল করে বিরোধীদের আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীরা বার বার দাবি তুলেছিল, অবিলম্বে মণিপুর ইস্যুতে আলোচনা করতে হবে সংসদে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছিলেন, সরকার এই ইস্যুতে আলোচনা করতে তৈরি। এই আলোচনা যাতে হয় সেব্যাপারে আপনারা সুযোগ করে দিন।” আর এদিন অমিত শাহ বললেন, জনতার মধ্যে ভ্রান্তি তৈরির জন্যই বিরোধীরা এই অনাস্থার প্রস্তাব আনতে চাইছে। তাঁর কথায়, ”সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগই আনতে পারেননি বিরোধীরা।”
এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ”সমগ্র বিশ্বের সামনে ভারতের সম্মান বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা কৃষকদের স্বনির্ভর করেছি। ওঁদের ঋণ মাফ করিনি, ওঁদের যাতে আর ঋণ নিতেই না হয়, সেই ব্যবস্থা করেছে আমাদের সরকার। বিরোধীরা এই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। কিন্তু এই সরকারের সঙ্গে আগের সরকারের তফাত কতটা, তা পরিসংখ্যানেই বুঝিয়ে দেওয়া যাবে।”
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোদি সরকারের কৃতিত্বের কথা বলতে গিয়ে বলেন, ”কৃষকদের ঋণ মুক্ত করা থেকে শুরু করে দরিদ্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া এমনকি, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখার কাজও করে এই সরকার। কমিশন ছাড়া আগের সরকার কিছু করেনি। এই সরকার সরাসরি জনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে।”
advertisement
মনমোহন জমানার কথা তুলে ধরে নরেন্দ্র মোদি জমানার কথা কৃতিত্বের সঙ্গে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, মনমোহন সরকার যে পরিমাণ ধান-গম কিনত তার দ্বিগুণেরও বেশি ধান-গম কিনেছে এই নরেন্দ্র মোদি সরকার। আর আগের সরকার যে দাম দিয়ে ধান-গম কিনেছে, তার থেকে অনেক বেশি দাম দিয়ে কৃষকদের থেকে ধান এবং গম কিনেছে সরকার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2023 6:21 PM IST