TRENDING:

Bangla News: ভয়ে আতঙ্কে গ্রাম ছাড়ছেন মানুষ...! বাড়ি-ঘর-দোকান ছেড়ে পালাচ্ছেন সবাই...! হঠাৎ কী হল বাংলার এই গ্রামে? শিউরে উঠবেন শুনলে

Last Updated:

Bangla News: ভয় আতঙ্কে গ্রাম ছাড়ছেন এলাকার মানুষ। অভিযোগ আবারও ধ্বস নামা শুরু হয়েছে এলাকায়। তাই বাধ্য হয়ে কোনও উপায় না পেয়ে গ্রাম ছাড়ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : এ এক হৃদয়বিদারক ছবি। যদিও এই ঘটনা নতুন নয়। আকছার হয় এমনটা। তবে আর ভয় আতঙ্কের সঙ্গে দিন কাটাতে পারছেন না মানুষ। বাধ্য হয়ে ছেড়ে চলে যাচ্ছেন নিজেদের ঘরবাড়ি দোকানপাট ছেড়ে। আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে পুরো গ্রামটি। অন্ডালের পরাশকোল এলাকার ঘটনা। এখানেই রয়েছে প্রসিদ্ধ পদ্মাবতী মন্দির। বেশ কয়েকশো পরিবারের বাস এখানে।
advertisement

তবে এখানে ধস নামাও নিত্যদিনের ঘটনা। বারবার আবেদন করা হয়েছে ইসিএল কর্তৃপক্ষের কাছে। আবেদন করা হয়েছে স্থানীয় প্রশাসনের কাছে। কিন্তু হয়নি পুনর্বাসনের ব্যবস্থা। অবশেষে ভয় আতঙ্কে গ্রাম ছাড়ছেন এলাকার মানুষ। অভিযোগ আবারও ধ্বস নামা শুরু হয়েছে এলাকায়। তাই বাধ্য হয়ে কোনও উপায় না পেয়ে গ্রাম ছাড়ছেন।

আরও পড়ুন: কোটি কোটি মানুষের জন্য জরুরি...! 'কোন' রেশন কার্ডে কত কেজি চাল-গম-চিনি? জানুন গুরুত্বপূর্ণ আপডেট

advertisement

অভিযোগ, বিগত কয়েকদিন থেকেই এলাকার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। পড়াশকোল এলাকার প্রসিদ্ধ পদ্মাবতী মন্দির রয়েছে এখানে। পড়াশকোল এলাকার আশেপাশে রয়েছে ইসিএলের বেশ কয়েকটি খোলা মুখ খনি। আর সেই খোলা মুখ খনির জমানো মাটির কারণেই এলাকায় জায়গায় জায়গায় বারবার ফাটল ও ধসের ঘটনা ঘটছে, এমনটাই দাবি করছেন স্থানীয়রা।

advertisement

আরও পড়ুন: তেতো হলেও স্বাস্থ্যের উপকারে অমৃতের সমান করলা...! কিন্তু এর সঙ্গে ভুলেও খাবেন না এই ৫ জিনিস! শরীরের বিরাট ক্ষতি করে ফেলবেন অজান্তেই

স্থানীয় বাসিন্দা জয়ন্ত রায় বলেন, বিগত দুই বছর আগে এই এলাকায় ব্যাপক আকারে ইসিএল এর খোলা মুখ খনির কারণেই ধসের সৃষ্টি হয়েছিল। সেই মুহূর্তে এলাকা ও ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এখনও এলাকার বহু মানুষ আতঙ্কে। স্থানীয়দের একাংশ লক্ষ্য করেন ,পড়াশকোলের বগুলা কাজরা যাওয়ার প্রধান রাস্তার উপর জায়গায় জায়গায় গভীর আকারের ফাটল দেখা দিয়েছে।

advertisement

উল্লেখ্য পড়াশকোল এলাকা থেকে ঢিল ছড়া দূরত্বে জামবাদ খোলামুখ খনি। এলাকায় দু'বছর আগে ধসে তলিয়ে যায় আস্ত একটা বাড়ি। তলিয়ে যায় বাড়ির লোকজনও। বেশ কয়েক দিনের চেষ্টার পর মৃতদেহ উদ্ধার হয় মাটির তলা থেকে। এই ঘটনার পরেই আতঙ্কিত জামবাদ, পড়াশকোল এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে ভয়ে আতঙ্কে ঘরবাড়ি, দোকানপাট ছাড়ছেন তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ভয়ে আতঙ্কে গ্রাম ছাড়ছেন মানুষ...! বাড়ি-ঘর-দোকান ছেড়ে পালাচ্ছেন সবাই...! হঠাৎ কী হল বাংলার এই গ্রামে? শিউরে উঠবেন শুনলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল