Ration Card: কোটি কোটি মানুষের জন্য জরুরি...! 'কোন' রেশন কার্ডে কত কেজি চাল-গম-চিনি? জানুন গুরুত্বপূর্ণ আপডেট

Last Updated:

Ration Card: রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চাইছে রাজ্যের খাদ্য এবং খাদ্য সরবরাহ দফতর। আর সে জন্য নানা পদক্ষেপও নেওয়া হয়েছে। গ্রাহকরা কত পরিমাণ চাল বা গম এবং অন্য সামগ্রী পাবেন তা প্রকাশ্যে লিখে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রেশন ডিলারদের।

যদি গ্রামে বাড়ি হয় সেক্ষেত্রে বছরে ২ লক্ষ বা তার থেকে বেশি রোজগার হয় সেক্ষেত্রেও এই প্রকল্পের সুবিধা পাবেন না রেশন গ্রহীতারা ৷ প্রতীকী ছবি ৷
যদি গ্রামে বাড়ি হয় সেক্ষেত্রে বছরে ২ লক্ষ বা তার থেকে বেশি রোজগার হয় সেক্ষেত্রেও এই প্রকল্পের সুবিধা পাবেন না রেশন গ্রহীতারা ৷ প্রতীকী ছবি ৷
কলকাতা: কোনও মানুষ কোনওভাবেই যেন রেশন সুবিধে থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করেছে রাজ্য সরকার। রাজ্যের খাদ্য এবং খাদ্য সরবরাহ দফতর জানিয়েছে, তারা রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চাইছে। আর সে জন্য নানা পদক্ষেপও নেওয়া হয়েছে। গ্রাহকরা কত পরিমাণ চাল বা গম এবং অন্য সামগ্রী পাবেন তা প্রকাশ্যে লিখে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রেশন ডিলারদের। আছে একাধিক কার্ড। গ্রাহকদের আর্থিক এবং সামাজিক অবস্থা বিবেচনা করে কার্ডের বিভিন্ন রকম শ্রেণি বিভাগ করা হয়েছে। এই কার্ডের ধরন অনুসারেই গ্রাহক বা উপভোক্তাদের রেশন দেওয়া হয়। এই ভাগ গুলি হল AAY, PHH, SPHH, RKSY I এবং RKSY
কোন কার্ডে কত সামগ্রী?
অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)-এর গ্রাহকরা পরিবারপিছু প্রতিমাসে ২১ কেজি চাল পাবেন। সেই সঙ্গে পরিবার পিছু ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম পাবেন। এই গ্রাহকরা মাসে, পরিবার পিছু ১ কেজি চিনিও পাবেন।
advertisement
advertisement
Priority Household বা PHH –এর গ্রাহকরা পাবেন চাল এবং আটা বা গম। এই গ্রাহকদের মাথা পিছু ৩ কেজি করে চাল, মাথা পিছু ২ কেজি গম অথবা ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন।
advertisement
Special Priority Household বা SPHH কার্ড যাদের আছে তাঁরাও মাথা পিছু ৩ কেজি করে চাল, মাথা পিছু ২ কেজি গম অথবা ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন। RKSYI গ্রাহক রা মাথা পিছু ৫ কেজি করে চাল এবং RKSYII গ্রাহকরা মাথা পিছু ২ কেজি করে চাল পাবেন।
advertisement
রাজ্যের রেশন গ্রাহকদের চাল, গম এবং আটা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। কেবল মাত্র চিনির জন্য দাম লাগে। যে গ্রাহকরা চিনি পান, তাদের এক কেজি চিনির দাম পড়ে ১৩ টাকা ৫০ পয়সা। সুবিধা পাবে বিশেষ ভাবে সক্ষমরাও। এখন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ করা বাধ্যতামূলক করা হয়েছে।
কিন্তু, পরিবারে বিশেষ ভাবে সক্ষম এমন ব্যক্তি আছেন যারা আধার কার্ড বানাতে পারছেন না। এই সমস্ত ব্যক্তিরা বা কোন উপযুক্ত কারণে আঙুলের ছাপ দিয়ে রেশন তুলতে না পারলে অন্য কাউকে মনোনয়ন করতে পারবেন। এই জন্য অনলাইনে বা খাদ্য পরিদর্শকের অফিসে ফর্ম ১৫ জমা দিয়ে তা করতে পারবেন। এমন দুজনকে ঠিক করা যাবে, যারা ওই ব্যক্তি যে ডিলারের কাছে রেশন সামগ্রী নেন তাঁরাও সেখানের গ্রাহক। তাঁরা ওই ব্যক্তির হয়ে রেশন সামগ্রী তুলে দিতে পারবেন। একই সুবিধা পাবেন ওই পরিবারের বয়স্করাও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ration Card: কোটি কোটি মানুষের জন্য জরুরি...! 'কোন' রেশন কার্ডে কত কেজি চাল-গম-চিনি? জানুন গুরুত্বপূর্ণ আপডেট
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement